বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তরজা তুঙ্গে, কড়া হতে পারে আইসিসি

Asia Cup 2023

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কি আদৌ হবে? যদি পাকিস্তানের বিরুদ্ধে না খেলে ভারত তা হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নির্বাসিত করতে পারে আইসিসি। এমনটাই সূত্র মারফৎ জানা যাচ্ছে। যখন দেশ জুড়ে পাকিস্তানের সঙ্গে রকম সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে বার বার গউরে ফিরে আসছে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ তখন একসুরে সেই ম্যাচ বাতিলের ডাক দিচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেটার থেকে কর্মকর্তারা। তাতে সায় যে রয়েছে বিসিসিআই-এরও তাও পরিষ্কার। কারণ সরকার না চাইলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না সেটা স্পষ্টতই জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই অবস্থায় বিশ্ব ক্রিকেটের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে সংশয়। কিন্তু সিদ্ধান্তে অবিচল আইসিসি।

যখন হরভজন সিং থেকে ভিভিএস লক্ষ্মণ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন তখনই বৃহস্পতিবার খেলার পক্ষেল রায় দিয়েছেন ভারতেরই আর এক প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। তবে তাঁর খেলার পিছনে সমথনে বেশ কিছু যুক্তি রয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘‘এই পরিস্থিতি পাকিস্তানের বিরুদ্ধে খেলে তাদের হারানোটা অনেকবেশি সম্মানের হবে। না খেললে দুই পয়েন্ট নিয়ে চলে যাবে পাকিস্তান। আমাদের লক্ষ্য হওয়া উচিৎ পাকিস্তানকে হারিয়ে তাদের গ্রুপ পর্ব থেকেই দেশে ফেরৎ পাঠিয়ে দেওয়া।’’ তবে তিনি এও জানিয়েছেন, সরকার যা সিদ্ধান্ত নেবে তাতে তাঁর সম্পূর্ণ সমর্থন থাকবে।

তিনি আরও জানিয়েছেন, তিনি এই বিষয়ে সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলতে চান। কারন, একজন খেলোয়াড় হিসেবে তিনি ইরানকে শ্রদ্ধা করেন এবং ইমরান তাঁর বন্ধু। তিনি ইমরানকে বলতে চান তিনি যেন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন। তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন তিনি অন্য পাকিস্তান গড়বেন। সেই প্রতিশ্রুতির কী হল জানতে চান গাভাস্কার।

কাশ্মীরে বাতিল ফুটবল, আতঙ্ক নয় রিয়েল কাশ্মীর তৈরি করতে চায় ওরা

এর মধ্যেই সংশয় দেখা দিয়েছে বিসিসিআই-এর অন্দরে। সূত্রের খবর, পাকিস্তানকে বাতিল করতে না ভারতই বিচ্ছিন্ন হয়ে পড়ে। শোনা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যদি ভারত না খেলে এবং ওয়াকওভার দিয়ে দেয় তা হলে পাকিস্তান দুই পয়েন্ট পেয়ে যাবে। সঙ্গে ভারতীয় ক্রিকেটের বিরুদ্ধে কঠিন পদক্ষেপও নেওয়া হতে পারে। তাই এখনই সিদ্ধান্তের পথে না যাওয়াই ভাল বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবারই ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘‘এই পরিস্থিতিতে ক্রিকেট সবার পড়ে আসে। গোটা দেশ মিলে পাকিস্তানের বিরুদ্ধে শহীদ জওয়ানদের পরিবারের পাসে দাঁড়াতে হবে। তাতে ক্রিকেট যদি না খেলতে হয় খেলবে না।’

এর আগে হরভজন সিংও একই কথা বলেছিলেন। তিনি সরাসরি দাবি তুলেছিলেন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের না খেলার। যদিও যা খবর, ম্যানচেস্টারে ১৬ জুন ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহদা তু্ঙ্গে। ২৫ হাজারের গ্যালারির জন্য ইতিমধ্যেই টিকিটের আবেদনের সংখ্যা ছাড়িয়েছে লাখের উপর। এতটাই এই ম্যাচ ঘিরে আগ্রহ ক্রিকেট বিশ্বের। যা হাতছাড়া করতে চাইবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তার মধ্যে এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত।

গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের দ্বারা পরিচালিত আত্মঘাতী হামলায় শহীদ হয়েছিলেন ৪০জনের উপর সিআরপিএফ জওয়ান। তার পর থেকেই জ্বলছে গোটা দেশ। এমনিতেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেটের মঞ্চে দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধ দীর্ঘদিন। এ বার কি তা হলে বিশ্বের মঞ্চেও তা হতে চলেছে?

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)