সাকিব আল হাসান সামনের দুটো ম্যাচে তাঁর সেরাটা দিতে চান 

Shakib Al Hasan

জাস্ট দুনিয়া ডেস্ক: সাকিব আল হাসান ব্যাটে–বলে ধামাকা করছেন। দুরন্ত ছন্দে আছেন। আত্মবিশ্বাসী সাকিব আল হাসান তাই জানিয়ে দিলেন, সামনের দুটো ম্যাচেও সেরাটা দিতে চান।

সামনের দুটো ম্যাচ মানে দুই প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই। সরফরাজদের পারফরমেন্সে নয় ধারাবাহিকতা নেই। কিন্তু ভারত তো একটাও ম্যাচ হারেনি। বিরাটদের মোকাবিলা করতে পারবেন?‌ সাকিবের জবাব,

‘‌জানি, ভারত খুবই ভাল দল। ট্রফির লক্ষ্যে খেলছে। ওদের হারানো কঠিন। কিন্তু আমরা যদি সেরাটা দিতে পারি, তা হলে সব কিছু সম্ভব। অভিজ্ঞতা এই ধরনের ম্যাচে কাজে লাগে। ভারতকে হারানোর জন্য আমাদের সব কিছু দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক এই ভারতীয় দলে অনেক বিশ্বসেরা প্লেয়ার আছে। যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আমি নিজেদের শক্তির ওপর ভরসা রাখছি। বিশ্বাস করি, ভারতকে হারানোর ক্ষমতা, যোগ্যতা দুই–ই আমাদের আছে।’‌ ‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

দল নিয়ে তো বললেন। নিজের পারফরমেন্স নিয়ে কি কিছুই বলবেন না?‌ সাকিব বলেন, ‘‌নিজের পারফরমেন্সকে আমি নম্বর দিয়ে বিচার করি না। তবে ব্যাটে–‌বলে দলকে সাহায্য করতে পারছি, এটা ভেবেই তৃপ্তি হচ্ছে।’‌

সাকিব যখন এভাবে কথা বলছেন, তখন তাঁকে নিয়ে মুগ্ধ বাংলাদেশের স্পিন বোলারদের কোচ সুনীল যোশি। বলেছেন, ‘‌স্পিন বোলিং কোচ হিসেবে একজন প্লেয়ারের কাছে আর কি চাইতে পারি?‌ সাকিব কিংবদন্তি। এ ব্যাপারে কোনও সংশয় নেই। ওর মতো একজন প্লেয়ারকে পেয়েছি, এটা বাংলাদেশের কাছে গর্বের। ব্যাটে, বলে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার।’‌

জানি, ভারত খুবই ভাল দল। ট্রফির লক্ষ্যে খেলছে। ওদের হারানো কঠিন। কিন্তু আমরা যদি সেরাটা দিতে পারি, তা হলে সব কিছু সম্ভব। অভিজ্ঞতা এই ধরনের ম্যাচে কাজে লাগে। ভারতকে হারানোর জন্য আমাদের সব কিছু দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক এই ভারতীয় দলে অনেক বিশ্বসেরা প্লেয়ার আছে। যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আমি নিজেদের শক্তির ওপর ভরসা রাখছি। বিশ্বাস করি, ভারতকে হারানোর ক্ষমতা, যোগ্যতা দুই–ই আমাদের আছে।

সাকিবের ফিটনেসের ব্যাপারেও আলো ফেলেছেন সুনীল যোশি। বলেছেন, ‘‌ফিটনেস নিয়ে ও সচেতন। সম্প্রতি পাঁচ থেকে সাত কিলো ওজনও কমিয়েছে। হাতে–নাতে তার ফল পাচ্ছে। ওর ভেতরে খিদে অসম্ভব। সাকিব থাকলে খেলাটা এগিয়ে নিয়ে যাওয়া সত্যিই সহজ মনে হচ্ছে।’‌

সাকিবে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক মাশরাফে মোতার্জাও। বলেছেন, ‘‌এখন পর্যন্ত বিশ্বকাপে দারুণ খেলছে সাকিব। প্রত্যেক ম্যাচে রান করছে। যখনই প্রয়োজন পড়ছে বল হাতে উইকেটও তুলে নিচ্ছে।’‌