বিশ্বকাপ ২০১৯: ওয়ার্নের ঘোড়া অস্ট্রেলিয়া, ম্যাকগ্রাথের ইংল্যান্ড

বিশ্বকাপ ২০১৯ওয়ার্নের-ম্যাকগ্রাথ

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বকাপ ২০১৯ বিশেষজ্ঞদের মতে অন্যতম দাবিদার হিসেবে ইংল্যান্ড, ভারতের সঙ্গে লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়াও। কিন্তু অসিদের পক্ষে খুব জোরালো সওয়াল করছেন না বিশেষজ্ঞরা। আসলে গত এক বছরের পারফরমেন্সের জন্যই অন্যদের তুলনায় অসিদের কিছুটা পিছিয়ে রেখেছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা শেন ওয়ার্ন অবশ্য দেশের হয়ে বাজি ধরছেন। বাজি ধরার পেছনে তিনি যে যুক্তি দিয়েছেন, তা কিন্তু একেবারে অবহেলা করার মতো নয়।

এক দিকে যেমন বিশ্বকাপ ২০১৯ স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দলে ফিরে আসার মঞ্চ, তেমনই রয়েছে বড় আসরে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা। এইসব কারণেই অস্ট্রেলিয়াকে ফেবারিট হিসেবে ধরছেন শেন ওয়ার্ন। তাঁর বিশ্বাস, ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে চ্যাম্পিয়নের ট্রফি তুলে ধরবে অসিরা।

ওয়ার্ন বলেছেন, ‘‌অনেকেই লিখছে, অস্ট্রেলিয়া একেবারেই ফর্মে নেই। কারণ গত এক বছর ধরে ওরা খুব সাধারণ মানের ক্রিকেট খেলছে। কিন্তু আমার মতে কয়েক মাস ধরে একদিনের দলটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ওরা ভাবতে শুরু করেছে, চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে। ওদের এই মানসিকতাকে কিন্তু অবহেলা করা যাবে না।’‌ তবে অন্য বিশেষজ্ঞদের মতো শেন ওয়ার্নও ভারত ও ইংল্যান্ডকে অন্যতম ফেবারিটের তালিকায় রেখেছেন। তিনি বলেছেন, ‘‌ভারত ও ইংল্যান্ড সম্প্রতি দুর্দান্ত ক্রিকেট খেলছে।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

ফলে ওদের অন্যতম ফেবারিটের তালিকায় রাখতেই হবে। কিন্তু যদি বিশ্বকাপের ইতিহাসের দিকে তাকানো যায়, দেখা যাবে শেষ ৬টা বিশ্বকাপের মধ্যে ৪টিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। এতেই প্রমাণিত বড় আসরে কতটা দক্ষ। তাঁর বিশ্বাস এই অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে এবং জিতবেও। তবে ভারত ও ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।

তিনি বলেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বিশ্বকাপে কে ফেবারিট, ভারত না ইংল্যান্ড? আমি বলব অস্ট্রেলিয়া। কারণ ওরা সঠিক সময়ে জ্বলে উঠেছে। আর স্মিথ ও ওয়ার্নার দলে আসায় আরও শক্তিশালী হয়েছে।’

স্মিথ ও ওয়ার্নার সম্পর্কে ওয়ার্ন বলেছেন, ‘‌ও অনেক বড় ক্রিকেটার। গত বছর মার্চ মাসের দিকে যদি তাকানো যায়, দেখা যাবে বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় কোহলি, ডি’‌ভিলিয়ার্স, উইলিয়ামসনের সঙ্গে ছিল স্মিথ ও ওয়ার্নার। ওদের দুজনকে হারানোয় বড় ক্ষতি হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার।’‌

ভারত–অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন ওয়ার্ন। বিশ্বকাপে ভারতের এই দুই স্পিনার তুরুপের তাস হয়ে দাঁড়াতে পারেন বলে মনে করছেন এই প্রাক্তন অসি লেগ স্পিনার। ওয়ার্ন বলেছেন, ‘‌কয়েক বছর আগে অনিল কুম্বলে কুলদীপকে আমার কাছে নিয়ে এসেছিল। অস্ট্রেলিয়া সফর চলাকালীন রবি শাস্ত্রী ও বিরাট কোহলি আমাকে কুলদীপের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেছিল। কুলদীপও নিজে আমাকে কথা বলার জন্য অনুরোধ জানিয়েছিল।’

ধোনির পরামর্শ বিরাটের কাছে গুরুত্বপূর্ণ: সচিন

তিনি আরও বলেন, ‘কমেন্ট্রি শুরুর আগে আমি কুলদীপকে নিয়ে কাজ করতাম। বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম। বেসিক নিয়েও আলোচনা করেছিলাম। বেশ কিছু টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয়েও পরামর্শ দিয়েছিলাম। ব্যাটসম্যানদের বিরুদ্ধে কীভাবে পরিকল্পনা করতে হবে, সে বিষয়েও কথা বলেছিলাম। চাহালকেও পরামর্শ দিয়েছিলাম। ইংল্যান্ডের উইকেটে বল যদি একটু স্পিন করে, ভারতের এই দুই স্পিনার কিন্তু ট্রাম্প কার্ড হয়ে উঠবে। তবে আবহাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করছে। ভারত গত বছর যখন ইংল্যান্ড সফরে এসেছিল, ওই রকম পরিবেশ থাকলে কুলদীপ ও চাহাল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশ্বকাপ ২০১৯ এ দারুণ প্রভাব বিস্তার করবে।’‌

বিশ্বকাপের দলে ধোনিকে রাখা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। যারা ধোনিকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাঁদের বোকা বলে অভিহিত করেছেন ওয়ার্ন। তিনি বলেছেন, ‘‌ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান চিরস্মরণীয়। ভারতীয় ক্রিকেটকে ধোনি অনেক কিছু দিয়েছে। বেশ কিছু লোক বিশ্বকাপ দলে ধোনির থাকা নিয়ে প্রশ্ন তুলেছে। যারা প্রশ্ন তুলেছে, তারা বোকা। ধোনি এমন একজন ক্রিকেটার যে জানে কোন সময়ে ছাড়তে হবে। যখন ও চাইবে, তখনই অবসর নেবে।’‌

এদিকে, শেন ওয়ার্ন বিশ্বকাপে নিজের দেশকে এগিয়ে রাখলেও আর এক অসি তারকা গ্লেন ম্যাকগ্রাথের চোখে অবশ্য ফেবারিট ইংল্যান্ড। ইওয়িন মর্গানের দলকে এগিয়ে রাখার পেছনে ম্যাকগ্রাথের যুক্তি, ‘ইংল্যান্ডের দলটা একদিনের ক্রিকেটের পক্ষে দুর্দান্ত। আমার মতে এই বিশ্বকাপে ওরাই ফেবারিট। যদি বর্তমান পারফরমেন্সের দিকে তাকানো যায়, দেখা যাবে অসাধারণ ক্রিকেট খেলে চলেছে ইংল্যান্ড। বড় বড় ইনিংস খেলছে। অধিকাংশ দলই প্রথম ১৫ ওভার কিংবা শেষ ১৫ ওভারে ঝড় তোলে। ইংল্যান্ড, ভারতের মতো দলগুলি পুরো ৫০ ওভার একই গতিতে রান তোলে‌। এটা কিন্তু টোয়েন্টি ২০ ক্রিকেটের প্রভাব। যদিও আমি বলছি না যে ওরাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু ওদের পরিচিত পরিবেশে ইংল্যান্ডকে হারানো খুব কঠিন।’‌

ইংল্যান্ডকে ফেবারিট ধরলেও অস্ট্রেলিয়া ভাল ফল করবে বলে মনে করছেন ম্যাকগ্রাথ। পাশাপাশি ভারত, দক্ষিণ আফ্রিকাকেও এগিয়ে রাখছেন। আর ওয়েস্ট ইন্ডিজকে ডার্ক হর্স বলে মনে করছেন তিনি।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)