বিরাট কোহলি বললেন, আমি হতাশ তবে গর্বিত যেভাবে আমরা খেললাম

বিরাট কোহলি

জাস্ট দুনিয়া ডেস্ক: বিরাট কোহলি যে হতাশ হবেন এটাই স্বাভাবিক। যে নিউজিল্যান্ডের সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ভারতকে। এর থেকে বড় হতাশার আর কী হতে পারে। যাদের ঘিরে প্রত্যাশার পারদ আকাশ ছুঁয়েছিল তাঁরাই সেমিফাইনাল থেকে ছিটকে গেল। বিশ্বের সেরা সেরা তারকাদের নিয়ে তৈরি দলের তীরে এসে তরী ডুবল।

এই প্রথম দলের টপ অর্ডার সম্পূর্ণরুপে ফ্লপ করল। রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি এক রান করে ফিরে গেলেন। তার পর যে ঋষভ পন্থকে নিয়ে এত কথা, যে হার্দিক পাণ্ড্যে ভারতীয় ক্রিকেট দলের ভারসাম্য বজায় রাখেন তাঁনা বড্ড তাড়াহুড়ো করে ফেললেন।  তার পর ধোনি, জাডেজা ইনিংসের হাল ধরলেন ঠিক কিন্তু খেলাটা শেষ করতে পারলেন না।

আসলে দিনটাই ভারতের ছিল না। ১৮ রানে হেরে যেতে হল। এই নিয়ে পর পর দু’বার ফাইনালে পৌঁছল।  দ্বিতীয় চেষ্টায় কি বিশ্বকাপ আসবে তাঁদের ঘরে।