Virat Kohli টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর সৌরভের বার্তা

ICC Chairman

জাস্ট দুনিয়া ডেস্ক: আগেই সরতে হয়েছে লিমিটেড ওভারের ক্রিকেট থেকে। ওডিআই ও টি২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার হাতে। এবার Virat Kohli নিজেই ছাড়লেন টেস্ট অধিনায়কত্ব। যার দায় বিরাট ভক্তরা দিচ্ছেন সৌরভের ঘাঁড়েই। প্রশ্ন উঠছে বিরাট টুইট করার অত পড়ে কেন তিনি তাঁর দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১-এ সিরিজ হেরে ড্রেসিংরুমে ফিরেই দলকে জানিয়ে দিয়েছিলেন তার অধিনায়কত্ব ছাড়ার কথা। তবে তা ড্রেসিংরুমের বাইরে যায়নি যতক্ষণ না স্বয়ং কোহলি তা ঘোষণা করেছেন। শনিবার টুইট করে নিজের সরে দাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন বিসিসিআইকেও। বোর্ডের তরফে আরও একটি সিরিজে অধিনায়কত্ব করার প্রস্তাব গিয়েছিল বলে জানা গিয়েছে। তবে তিনি তা মেনে নেননি। যাতে তাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া যায়। আরও একটি টেস্ট খেলে বিদায় নিলে তিনি শততম টেস্টটি খেলতে পারতেন অধিনায়ক হিসেবে। বিসিসিআই তার অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছেকে সম্মান দিয়ে মেনে নিয়েছে।

তবে বিসিসিআই টেস্ট অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইছে না। আগামীমাসেই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। তার আগে বাছতে হবে অধিনায়ক। এদিকে রোহিত শর্মা চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি।তাঁর জায়গায় একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। তাহলে কি শ্রীলঙ্কা সিরিজে টেস্ট অধিনায়কত্ব উঠবে রোহিতের কাঁধেই? বাকি দুটো থেকে যাবে লোকেশার হাতেই? তবে যা পরিস্থিতি তাতে ভাবনা-চিন্তা করেই সিদ্ধান্ত নেবে বোর্ড।

কোহলির বিদায়ে সৌরভের টুইট—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)