বসন্ত রাইজি ভারতের প্রবীণতম ক্রিকেটার প্রয়াত, বয়স হয়েছিল ১০০

বসন্ত রাইজি১০০ বছরের জন্মদিনে সচিনের সঙ্গে বসন্ত রাইজি। ছবি: সচিনের টুইটার থেকে

জাস্ট দুনিয়া ডেস্ক: বসন্ত রাইজি ভারতের প্রবীণতম ক্রিকেটার প্রয়াত। মৃত্যু কালে বয়স হয়েছিল ১০০ বছর। শনিবার রাত ২.২০ মিনিট নাগাদ ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই কল্যাকে। তিনি থাকতেন দক্ষিণ মুম্বইয়ের ওয়ালকেশ্বরে। তাঁর জামাই জানিয়েছেন, বয়সজনতি কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

১৯৪০ সালে তিনি মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলেছিলেন। ডানহাতি এই ব্যাটসম্যান নয় ম্যাচে করেছিলেন ২৭৭ রান। সর্বোচ্চ রান ৬৮।

১৯৩৯-এ তাঁর পেশাদার ক্রিকেটে অভিষেক হয়  ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া দলের দলে যারা খেলত নাগপুরের সেন্ট্রাল প্রভিন্স অ্যান্ড বেরারের হয়ে।

১৯৪১-এ মুম্বইয়ের হয়ে অভিষেক হয় তাঁর। যখন দল খেলত ওয়েস্টার্ন ইন্ডিয়ার হয়ে। অধিনায়ক ছিলেন বিজয় মার্চেন্ট।

রাইজির প্রয়াণে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সচিন টুইটে রাইজির সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘‘এই বছরের শুরুতেই আমি তাঁর ১০০ বছরের জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করেছিলাম। তাঁর ক্রিকেট খেলা ও দেখার প্রতি যে আবেগ তা অনবদ্য।’’

তিনি আরও লেখেন, ‘‘তাঁর মৃত্যুর খবরে আমি দুঃখিত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’’

বিসিসিআই টুইট করে লিখেছে, ‘‘বসন্ত রাইজির প্রয়ানে ব্যথিত বিসিসিআই। প্রাক্তন প্রথমশ্রেনীর ক্রিকেটার ও ঐতিহাসিক, যিনি ১০০ বছরে পা রেখেছিলেন গত জানুয়ারিতে, এদিন ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’’

রাইজি ক্রিকেটের সঙ্গে সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্টেন্টও ছিলেন।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)