করোনা আতঙ্কে আইপিএল ছাড়লেন আম্পায়ার নীতীন মেনন

করোনা আতঙ্কে আইপিএল ছাড়লেন আম্পায়ার

জাস্ট দুনিয়া ডেস্ক: করোনা আতঙ্কে আইপিএল ছাড়লেন আম্পায়ার নীতীন মেনন। ভারতের সেরা আম্পায়ারদের মধ্যে তাঁর নাম রয়েছে। আইসিসির এলিট প্যানেলে একমাত্র ভারতীয় আম্পায়ার হিসেবে নাম রয়েছে তাঁর। তাঁর পরিবারে ইতিমধ্যেই থাবা বসিয়েছে করোনাভাইরাস। তাঁর স্ত্রী এবং মা করোনায় আক্রান্ত। সে কারণে দ্রুত আইপিএল ছেড়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি। তিন্তি ইন্দোরের বাসিন্দা। আর এক আম্পায়ার অস্ট্রেলিয়ার পল রিফিল দেশে ফিরতে চাইলেও এখন ফেরা হচ্ছে না তাঁর। কারণ অস্ট্রেলিয়া ভারত থেকে সব সরাসরি বিমান দেশে ঢোকা বন্ধ করে দিয়েছে।

বিসিসিআই-এর তরফে নীতীনের আইপিএল ছাড়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘‘তাঁর পরিবারের লোকেরা কোভিড-১৯ আক্রান্ত হয়ে পড়ায় তিনি মানসিকভাবে মাঠে মনোনিবেশ করতে পারছেন না। তাই তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’’

রাইফেল বৃহস্পতিবার জানান, তিনি দেশে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু বিমান যাচ্ছে দোহা হয়ে। তিনি সরাসরি অস্ট্রেলিয়ায় পৌঁছতে পারবেন না। কারণ আগেই অস্ট্রেলিয়া সরকার ভারত থেকে বিমান যাতায়াত বন্ধ করে দিয়েছে কোভিডের কারণে। তিনি বলেন, ‘‘আমি জানি কেউ কেউ সেভাবেই ফিরেছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম থেকে যাওয়ার। গত কাল আমি ফেরার টিকিট বুক করেছিলাম কিন্তু সেটা বাতিল হয়ে গেল  আমার বাবল থেকে বেরোনো ১০ মিনিট আগেই, আমার ভাগ্য ভাল।’’

এর আগে পরিবারে কোভিড আক্রান্ত হওয়ার কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনিও ফিরে গিয়েছেন বাড়িতে। এবার দ্বিতীয় ভারতীয় হিসেবে সরে দাঁড়ালেন মেনন। তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডস‌ন ও অ্যাডাম জাম্পা ইতিমধ্যেই ফিরে গিয়েছেন দেশে। যদিও বিসিসিআই জানিয়ে দিয়েছে, আইপিএল বন্ধ করার কোনও পরিকল্পনা নেই তাদের। আপাতত মেননের জায়গায় অন্য কোনও আম্পায়ারকে আনা হবে।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)