ইউরোতে গোল সেলিব্রেশন নিয়ে তদন্ত করবে উয়েফা, মার্কোর গোল ঘিরে বিতর্ক

ইউরোতে গোল সেলিব্রেশন

জাস্ট দুনিয়া ডেস্ক: ইউরোতে গোল সেলিব্রেশন সমস্যায় ফেলতে পারে অস্ট্রিয়া ফরোয়ার্ড মার্কো আরনটভিচকে। ইউরো ২০২০-তে রবিবার অস্টেরিয়া তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছি উত্তর ম্যাসেডোনিয়ার। সেই ম্যাচ  ৩-১ গোলো জিতে নেয় অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন মার্কো। ম্যাচ শেষের নির্ধারিত সময়ের ঠিক এক মিনিট আগে গোলটি করেন তিনি। তার পরই তাঁর সেলিব্রেশনে শারীরিক ভঙ্গি এবং মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বুঝতে পেরে তাঁকে থামান দলের অধিনায়ক ডেভিড আলাবা।

উয়েফা এক বার্তায় জানিয়েছে, ‘‘এক নীতি ও শৃঙ্খলা পরিদর্শককে নিযুক্ত করা হয়েছে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে অস্ট্রিয়া ও উত্তর ম্যাসেডোনিয়ার ম্যাচে ১৩ জুন ২০২১ খেলোয়াড় মার্কো আরনটভিচকে ঘিরে যে ঘটনা ঘটেছে তার তদন্তের জন্য।’’

অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেললেও মার্কোর আসলে সার্বিয়া যোগ রয়েছে। তিনি সোমবার ম্যাসেডোনিয়ার ফ্যানদের দিকে তাঁর অভিব্যক্তির জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু কোনও বর্ণবিদ্বেষী মন্তব্য তিনি করেননি বলেও জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গোলের সেলিব্রেশনের সময় তিনি প্রতিপক্ষ ফ্যানদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন।

উত্তর ম্যাসেডোনিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, মার্কোর মন্তব্যের কেন্দ্রে ছিল তাদের দলের ফুটবলার জান্নি অ্যালিওস্কি, যাঁর আলবেনিয়ান শিখর রয়েছে। তারা ফেসবুকে এক বার্তায় বলেছে, ‘‘এফএফএম অস্ট্রিয়ার মার্কো আরনটভিচের আলিওস্কিকে লক্ষ্য করে এই জাতীয়তাবাদী আক্রমণের তীব্র নিন্দা করছে।’’

আরও লেখা হয়, ‘‘আমরা সব সময় জাতীয়তাবাদ, বৈষম্য, এবং সব ধরনের অপমানের বহিঃপ্রকাশের বিরুদ্ধে। যা ফুটবলের স্পিরিটের বিরুদ্ধে এবং আমরা যে এক সঙ্গে দাঁড়িয়ে সেই মূল্য বোধের বাইরে। যেখানেই ম্যাসেডোনিয়া জাতীয় দলের প্লেয়াররা খেলবে আমরা তাঁদের পাশে থাকব এবং তাঁদের স্বার্থ এবং মর্যাদা রক্ষা করব।’’

উয়েফা নিযুক্ত পরিদর্শক তদন্তের পরই তাঁর সিদ্ধান্ত জানাবেন। যদি দেখা যায় সত্যিই মার্কো বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন তবে তাঁকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। কারণ ম্যাসেডোনিয়া বা উয়েফা কেউই বিষয়টি খুব ভালভাবে নেয়নি।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)