আইপিএল ২০২১-এ আজকের খবর, ক্রিকেটারদের ভ্যাকসিন, বিশেষ বিমানের দাবি

IPL 2021 শুরু ১৯ সেপ্টেম্বর

জাস্ট দুনিয়া ডেস্ক: আইপিএল ২০২১-এ আজকের খবর, ভ্যাকসিন নেবেন ক্রিকেটাররা তবে আদৌ তাঁরা দেবেন কিনা সেই সিদ্ধান্ত তাঁদেরই হাতে। জানিয়ে দিল বিসিসিআই। কোভিডের মধ্যেই চলছে আইপিএল। তবে ফাঁকা গ্যালারিতে। আয়োজন এবং সুরক্ষায় কোনও খামতি রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে প্লেয়ারদের উপর কিছু চাপিয়ে দিতে নারাজ তাঁরা। তাই প্লেয়াররা যা চাইবে তাতে তাদের সমর্থন  থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত দু’দিনে চার জন প্লেয়ার আইপিএল না খেলার সিদ্ধান্তও নিয়েছেন। আজ আইপিএল-এ কী কী ঘটল দেখা যাক—

১ রানে জয় আরসিবি-র: প্রথমে ব্যাট করে বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে থেমেছিল ১৭১-৫-এ।  ৭৫ রান করে অপরাজিত ছিলেন এবি ডিভিলিয়ার্স। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ঋষভ পন্থ ছাড়া আর দিল্লির কেউই রান করতে পারেননি। তবুও শেষ বল পর্যন্ত লড়াই দিয়ে ১ রান আগে থামে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ১৭০-৪-এ ৫৮ রান করে অপরাজিত থাকেন পন্থ। মাঝে আহমেদাবাদে ধুলো ঝড়ের জন্য কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।

প্লেয়ারদের টিকা: ১৮ বছরের ঊর্ধ্বে সবাই টিকা নিতে পারবেন ১ মে থেকে। শনিবার থেকে থেকে ভ্যাকসিন নিতে পারবেন ভারতীয় ক্রিকেটারকা। তবে তাঁরা ভ্যাকসিন নেবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন প্লেয়াররাই। তবে বিদেশি প্লেয়াররা টিকাকরণের আওতায় নেই।

দেশে ফিরতে বিশেষ বিমান: মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার ক্রিস লিন দেশে ফেরার জন্য বিশেষ বিমানের দাবি জানালেন। ইতিমধ্যেই তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার কোভিড আতঙ্কে দেশে ফিরে গিয়েছেন। তাঁদের আতঙ্কের কারণ, যেভাবে ভারতে কোভিড আক্রান্ত বাড়ছে তাতে দেশের বাইরেই অনির্দিষ্টকালের জন্য আটকে পড়বেন। এদিন অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে আইপিএল শেষে দেশের প্লেয়ারদের ফেরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করার অনুরোধ জানালেন লিন। তিনি বলেন, ‘‘আইপিএল-এর চুক্তির ১০ শতাংশ করে পায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে কি এই সুযোগ রয়েছে, সেই টাকাটা এ বার আমরা টুর্নামেন্ট শেষে বিশেষ বিমানের খাতে খরচ করতে পারি?’’

কোভিড নিয়ে ইয়ন মর্গ্যানের বার্তা: চার ম্যাচ পর জয়ের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাবকে হারিয়ে দলের অধিনায়ক গোটা বিশ্বের কোভিড পরিস্থিতি নিয়ে বাতার্ দিলেন। তিনি বলেন, ‘‘বায়োবাবলের মধ্যে থাকাটা কঠিন কিন্তু গোটা বিশ্বের দিকে তাকালে যা দেখছি তাতে মনে হচ্ছে আমরা ভাল আছি। বাইরে বেরলে মাস্ক ব্যবহার করুন। সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলুন। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবী। আমি নিজের বাড়িতে দেখেছি এই ভয়ঙ্কর রূপ। কেকেআর-এর পক্ষ থেকে প্রার্থনা করি সবাই যাতে সুস্থ হয়ে ওঠেন একসঙ্গে লড়াই করলে আমরা জিতব।’’

করোনার মধ্যে আইপিএল কেন: অনেকের মতই প্রশ্ন তুললেন অ্যান্ড্রু টাই। ব্যাক্তিগত কারণ দেখিয়ে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন তিনি। কিন্তু এটা পরিষ্কার করোনা আতঙ্কেই তাঁরা দেশে ফিরেছেন। তার পরই কোভিড পরিস্থিতিতে কীভাবে এত টাকা খরচ করে  আইপিএল হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। তাঁর প্রশ্ন, ‘‘ভারতে এখন হাসাপাতালে বেড পাওয়া যাচ্ছে না তার মধ্যে কীভাবে বিভিন্ন সংস্থা, ফ্র্যাঞ্চাইজি, সরকার আইপিএল-এর পিছনে টাকা ঢালছে?’’

করোনা লড়াইয়ে পাশে কেকেআর: ঘরে থাকুন, সাবধানে থাকুন—এটাই সব থেকে বেশি কাজে লাগছে। এই কঠিন পরিস্থিতিতে, আমরা নিজেদের সব থেকে ভালভাবে এবং কাছের মানুষদের সুরক্ষিত রাখতে পারি ঘরে থেকে এবং সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এদিন টুইট করে কলকাতা নাইট রাইডার্স টিম। দলের তরফে ভিডিও প্রকাশ করেও মানুষকে সাবধান করা হয়েছে। ম্যাকালাম বলেন, ক্রিকেট খেলে মানুষকে ঘরে আটকে রাখতে চান তাঁরা, অন্তত চার ঘণ্টা। করোনার বিরুদ্ধে ‘করব-লড়ব-জিত’ স্লোগান শোনা গেল কেকেআর প্লেয়ারদের গলায়।

টি নটরাজনের হাঁটুতে অস্ত্রোপচার: আইপিএল-এ খেলছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ২২ এপ্রিল আইপিএল থেকে ছিটকে যেতে হয় চোটের জন্য। মঙ্গলবার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হল। নিজেই সেই খবর ইনস্টাগ্রামে ছবিসহ পোস্ট করলেন নটরাজন। তিনি লেখেন, ‘‘ফেরার রাস্তা। আজ আমার হাঁটুতে অস্ত্রোপচার হল। আমি মেডিক্যাল দলের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ বিসিসিআই-এর কাছেও। ২২ গজে ফেরার রাস্তাটা দীর্ঘ। তবে আমি আজকে সব থেকে কঠিন পদক্ষেপ নিয়েছি। ফিরে আসার জন্য মুখিয়ে রয়েছি। শক্তিশালী এবং সব থেকে বেশি ফিট হয়ে। সবাইকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’’

বিদেশিদের দেশে ফেরাবে বিসিসিআই: ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে এতটাই চিন্তিত বিদেশিরা যে অনেকেই দেশে ফেরার পথ ধরছেন। তবেআইপিএল-এর সিইও হেমাঙ্গ আমিন জানিয়ে দিয়েছেন, বিদেশি প্লেয়াররা নিশ্চিন্ত থাকতে পারেন ভারতীয় বোর্ড তাঁদের সম্পূর্ণ দায়িত্ব নেবে যতক্ষণ না তাঁরা সবাই যে যাঁর দেশে ফিরে যাচ্ছেন। সরকারের সঙ্গে কথা বলে বিসিসিআই সব ব্যবস্থা করবে। সবাই দেশে ফিরলে তবেই বোর্ডে জন্য শেষ হবে আইপিএল বলে জানিয়েছেন তিনি।

 

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)