লর্ডসে বিরাটদের মেনু নিয়ে সমালোচনার ঝড়, প্রশ্ন উঠছে এই খেয়ে ব্যাট করবেন কী করে?

লর্ডসে বিরাটদের মেনুবিরাটদের তিন দিনের মেনু। ছবি: বিসিসিআই টুইটার।

জাস্ট দুনিয়া ডেস্ক: লর্ডসে বিরাটদের মেনু নিয়েও সমালোচনার মুখে ভারতীয় দল। বিসিসিআই-এর সময়টা বেশ খারাপ যাচ্ছে। বিশেষ করে সোশ্য়াল মিডিয়ায়। যাই পোস্ট করছে টিম ইন্ডিয়াকে নিয়ে তাতেই তৈরি হচ্ছে বিতর্ক। উঠছে সমালোচনার ঝড়। এই তো লর্ডস টেস্ট শুরু হওয়ার আগের ঘটনা। লন্ডনের ভারতীয় দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় দলকে। সেই ছবি বেশ গর্বের সঙ্গেই পোস্ট করেছিল বিসিসিআই। কিন্তু তাতে হল হিতে বিপরিত। রীতিমতো সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হল।

সেই ছবির কথা এতদিনে সকলেই জেনে গিয়েছেন তার কথায় পরে আসছি। আজকের নতুন বিতর্ক আরও একটি ছবি নিয়ে যা আবারও পোস্ট করেছে সেই বিসিসিআই। যে ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় দলের গত তিন দিনের লাঞ্চের মেনু। আর সেই মেনু নিয়েই এ বার প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট ফ্যানদের মধ্যে। প্রশ্ন উঠছে, এমন দুপুরের খাওয়ার পর ভারতের ব্যাটসম্য়ানরা কী করে ব্যাট করবেন।

যে ছবি নিয়ে কিছুদিন আগেই বিতর্ক হয়েছিল

এমনিতেই ভারতের হাল বেশ খারাপ এই মুহূর্তে। প্রথম টেস্ট হেরে যেতে হয়েছে। দ্বিতীয় টেস্ট ছিল ঘুরে দাড়ানোর। কিন্তু তাতে প্রথম দিন বাধ সেধেছিল বৃষ্টি। দ্বিতীয় দদিন সেই বৃষ্টি বাঁচিয়েই শুরু হয়েছিল খেলা। কিন্তু ভারতীয় ব্যাটিং তাসের ঘরের মতো ধসে পড়ে। তৃতীয় দিন বড় রানের ব্যাবধান তৈরি করে ফেলেছে ইংল্যান্ড। এই টেস্টও ভারতের জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার মধ্যে এই ঘটা করে লাঞ্চের মেনুর ছবি কারও মনে ধরেনি।

খুব গর্বের সঙ্গে সেই মেনুর ছবিই দিয়ে বিসিসিআই লিখেছে, ‘এখান থেকে আপনি লাঞ্চে কী খেতে পছন্দ করবেন?’ বা ‘দারুণ লাঞ্চ ভারতীয় দলের জন্য।’ প্রথম দিনের লাঞ্চে দেখা যাচ্ছে, ওয়াইল্ড মাশরুম, থাই সুপ, স্টাফড ল্যাম্ব, চিকেনের বিভিন্ন পদ, পনীঈর টিক্কা, চিংড়ি, বাসমতি রাইস। দ্বিতীয় দিনের মেনুতেচিকন, ল্যাম্ব, চিংড়ি, পনীর তো ছিলই কিন্তু অন্যরকম স্বাদের। তৃতীয় দিন সেই তালিকায় যুক্ত হয় বিফ পাস্তা। যা দেখে চক্ষু চরকগাছ সকলের। বিরাট কোহলির মতো স্বাস্থ্য সচেতন ক্রিকেটারও কি এই সবই খান?

এই মেনুর ছবি সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। যে ভাবে লন্ডনের ভারতীয় দূতাবাসে ভারতীয় দলের সঙ্গে অনুষ্কা শর্মার মধ্যমণী হয়ে ছবি তোলা নিয়ে হয়েছিল। সেই সময় প্রশ্ন উঠেছিল, যেখানে অন্য কারও স্ত্রী বা পরিবার নেই সেখানে বিরাট কোহলির স্ত্রী কী করছেন? শুধু তাই নয় সহ-অধিনায়ক রাহানেকে পিছনের সাড়িতে পাঠিয়ে বিরাটের সঙ্গে সামনের সাড়িতে কী করছেন অনুষ্কা? এমন নানা বিধ সমালোচানার ঝড় ওঠায় শেষ পর্যন্ত জবাব দিতে বাধ্য হয় বিসিসিআই। জানানো হয়, অনুষ্কার যাওয়াটা কোনও নিয়ম বহির্ভূত কাজ ন।যয়। এ বার দেখার কী উত্তর দেয় বিসিসিআই।