টিম ইন্ডিয়ার জয়, ওয়েস্ট ইন্ডিজকে কার্যত উড়িয়ে সিরিজ জিতে নিল বিরাট বাহিনী

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

জাস্ট দুনিয়া ডেস্ক: টিম ইন্ডিয়ার জয় ।  অসাধারণ একটা  সিরিজ কাটাল ভারত। সাময়িক এরটা ধাক্কা যে হয়নি এমনটা নয়। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণভাবে সিরিজ জিতে নিল বিরাট কোহলি অ্যান্ড ব্রিগেড। আর তার পর চলল রাতভোর উৎসব। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ সহজে জিতে নিলেও পরের দুই ম্যাচে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে ভারতকে। দ্বিতীয় ওয়ান ডে কোনও রকমে ড্র হলেও তৃতীয় ওয়ান ডে-তে হারের মুখ দেখতে হয়েছে। কিন্তু তার পর দুটো ম্যাচে আবার দারুণ ভাবে ঘুরে দাড়িয়ে সিরিজ ৩-১-এ জিতেই এ বার টি২০ সিরিজ খেলতে নামবে ভারত।

বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। যা দেখে বিস্মিত বিরাট কোহলি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সেই বিস্ময় প্রকাশও করে ফেলেছেন। তিনি বলেন, ‘‘আমি প্রথমে ফিল্ডিংই করতে চেয়েছিলাম। টস হারলেও আমরা সেটাই পেয়েছি।’’ এ দিন প্রথমে ব্যাট করে ৩১.৫ ওভারে ১০৪ রান করেই শেষ হয়ে টায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ওদের ব্যাটসম্যানরা।

দুই ওপেনার দুই পাওয়েল ০ ও ১৬ রান করে আউট হয়ে যান। দলের সর্বোচ্চ ব্যাক্তিগত রান অধিনায়ক হোল্ডারের ২৫। ২৪ রান করেন স্যামুয়েল। কিন্তু ভারতের বোলিংয়ের সামনে যেভাবে হারিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ তার পর ব্যাট হাতে কিছু করার ছিল না। এ দিন প্রথম থেকে হেরেই মাঠে নেমেছিল তাঁরা। না হলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে-তে ওই রকম খেলার পর চতুর্থ ও পঞ্চম ম্যাচে যেভাবে হারল ওয়েস্ট ইন্ডিজ তাতে দলের ধারাবাহিকতাই যে বড় সমস্যা তা প্রমাণ হয়ে গেল।

রোহিত-রায়ডুর সেঞ্চুরি,  ভারতের বড় জয়

ভারতের হয়ে বল হাতে এ দিন সকলেই উকেট পেলেন। সব থেকে সফল বোলার রবীন্দ্র জাডেজা। ৯.৫ ওভার বল করে ৩৪ রান দিয়ে তিনি নিলেন ৪ উইকেট। ২টো করে উইকেট নিলেন যশপ্রীত বুমরা ও খলিল আহমেদ। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদবের। ম্যাচের সেরাও হয়েছেন জাডেজা।

জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। এই বাজারেও রান করতে পারলেন না শিখর ধাওয়ান। মাত্র ১০৫ রান তুলতে এক উইকেট হারাতে হল। লক্ষ্যে পৌঁছতে ভারত সময় নিল ১৪.৫ ওভার। রোহিত শর্মা ৫৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে এই মরশুমে বাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন। সঙ্গে এই বছর সর্বোচ্চ রানের তালিকায় জেসন রয়কে পিছনে ফেলে জায়গা করে নিলেন দ্বিতীয় স্থানে। শীর্ষে অবশ্যই ভারত অধিনায়ক বিরাট কোহলি।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকলেন বিরাট কোহলি। ভারতের একমাত্র উইকেটটি নিলেন থমাস। টানা তিনটি সেঞ্চুরি করা বিরাচ কোহলি সিরিজের সেরা হলেন।