টি২০ বিশ্বকাপ ভারত থেকে সরল সংযুক্ত আরব আমিরশাহীতে: সূত্র

টি২০ বিশ্বকাপ

জাস্ট দুনিয়া ডেস্ক: টি২০ বিশ্বকাপ ভারতে হবে কিনা তা নিয়ে সংশয় ছিলই। আগামী অক্টোবরে টি২০ বিশ্বকাপের আসর বসার কথা। কিন্তু ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে এখনও খুব নিশ্চিত নয় আইসিসি। তবুও সময় চেয়েছিল বিসিসিআই। যদিও আইপিএল শেষ করা যায়নি দেশের মাটিতে। বাকি অংশ হবে সংযুক্ত আআরব আমিরশাহীতে। সেই পথে হেঁটেই কি তাহলে সে দেশে বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর? ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর হওয়ার কথা টি২০ বিশ্বকাপ।

পিটিআই-এর খবর, বিসিসিআই-এর তরফে আইসিসিকে ব্যক্তিগতভাবে জানানো হয়েছে, যদি তারা টি২০ বিশ্বকাপ অন্যত্র করতে চায় তাতে ভারতীয় বোর্ডের কোনও সমস্যা নেই তবে আয়োজনের দায়িত্ব থাকবে ভারতীয় বোর্ডের হাতেই।

আইসিসি এক বার্তায় জানিয়েছে, কোথায় টি২০ বিশ্বকাপ আয়োজন হবে তা এই মাসের শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটা নিশ্চিত করা হয়েছে যে আয়োজক দেশ ভারতই থাকছে যেখানেই বিশ্বকাপ হোক না কেন।