T20 WC 2022 1st Semifinal: কিউইদের উড়িয়ে ফাইনালে পাকিস্তান

T20 WC 2022 1st Semifinal

জাস্ট দুনিয়া ডেস্ক: টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে (T20 WC 2022 1st Semifinal) সহজ জয় পেল পাকিস্তান। বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে বাজিমাত করল বাবর আজমের দল। প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমেপুরো ওভারও খেলতে হয়নি পাকিস্তানকে। পাঁচ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে যাওয়ার পর থেকেই দেখতে শুরু করেছিল ক্রিকেটপ্রেমীরা। তার জন্য বৃহস্পতিবার ভারতের সামনে মাস্ট উইন ম্যাচ।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ওপেন করতে নেমে মাত্র চার রান করে ফিরে যান ফিন অ্যালেন। আর এক ওপেনার ডেভন কনওয়ে রান আউট হওয়ার আগে দলের রানে ২১ রান যোগ করেন। প্রথম উইকেটের পরই তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামস‌ন। দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান তিনি। ৪৬ রানের ইনিংস খেলেন।

চার নম্বরে নেমে ছয় রান করে ফিরে যান গ্লেন ফিলিপ্স। এর পর দলকে এগিয়ে নিয়ে যান ডেরেল মিচেল। ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। থাকেন অপরাজিত। ১৬ রানে অপরাজিত থাকেন জেমস নিশাম। ২০ ওভারে ১৫২-৪-এ থামে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে জোড়া উইকেট নেন শাহিন আফ্রিদি। একটি উইকেট মহম্মদ নওয়াজের।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার। তাঁরাই জয়ের দোরগোড়ায় নিয়ে যান দলকে। দুই ওপেনার মহম্মদ রিজওয়ান ৪৩ বলে ৫৭ ও অধিনায়ক বাবর আজম ৪২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। ওপেনিং জুটিয়ে ১০৫ রান পাকিস্তানের জয়ের কাহিনী আগেই লিখে ফেলেছিল। বাকি কাজটিকরে দেন মহম্মদ হ্যারিস। ৩০ রানে আউট হন তিনি।  শাম মাসুদ ৩ আর ইফতিকার আহমেদকে রানের খাতাই খুলতে হয়নি। ১৯.১ ওভারে ১৫৩-৩-এ থামে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে দুটো উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এক উইকেট মিচেল সাঁতনারের। এবার পাকিস্তানের সামনে ফাইনাল প্রতিপক্ষের অপেক্ষা।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle