বিরাটের র‍্যাঙ্কিংয়ে উত্থান, টি২০ বিশ্বকাপের আগে বাড়াবে আত্মবিশ্বাস

Virat Kohli

জাস্ট দুনিয়া ডেস্ক: বিরাটের র‍্যাঙ্কিংয়ে উত্থান কি গোটা দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বিশ্বকাপের আগে।? আইপিএল শেষ হলেই টি২০ বিশ্বকাপের দামামা বেজে যাবে সংযুক্ত আরব আমিরশাহীতে। তার আগে বুধবার আইসিসির টি২০ র‍্যাঙ্কিংয়ে দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে এক লাফে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের ৪ নম্বরে উঠে আসতে। সম্প্রতি খুব ভাল ফর্মে নেই ভারত অধিনায়ক। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর ব্যাট ভরসা দিতে পারেনি দলকে। যে কারণে আইপিএল-এর আগেই লিমিটেড ওভারের ক্রিকেট দলের অধিনায়কের জায়গায় বার বার উঠে আসছিল রোহিত শর্মার নাম। তার মধ্যেই র‍্যাঙ্কিংয়ে উত্থান কিছুটা স্বস্তি দেবে ভারত অধিনায়ককে।

টি২০ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সেরা ১০-এ রয়েছেন ভারতের দু’জন। বিরাট ছাড়াও ৬ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। ব্যাটিং শীর্ষে ইংল্যান্ডের দাবিদ মালান। দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম, তিনে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, পাঁচে নিউজিল্যান্ডের দেবন কনওয়ে। তবে হতাশ করেছে টি২০ বোলিং র‍্যাঙ্কিং। সেরা ১০-এ নেই একজনও ভারতীয়। শীর্ষে দক্ষিণ আফ্রিকার তাবারিজ শামসি। সেরা ১০-এ রয়েছেন বাংলাদেশের দুই মুস্তাফিজুর রহমান ও শাকিব আল হাসান। রয়েছেন আফগানিস্তানেরও দুই রশিদ খান ও মুজিব উর রহমান। ভারতের ভুবনেশ্বর কুমার রয়েছেন ১২ নম্বরে। ওয়াশিংটন সুন্দর রয়েছেন ১৮ নম্বরে।

টি২০ অল-রাউন্ডারের সেরা ১০-এ জায়গা হয়নি একজন ভারতীয়েরও। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে বাংলাদেশের শাকিব আল হাসান। ১০-এ রয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাও। ২০ নম্বরে রয়েছেন ভারতের হার্দিক পাণ্ড্যে। সব মিলে ব্যাটিং ছাড়া আইসিসির টি২০ র‍্যাঙ্কিংয়ে ভারতের হাল বেশ খারাপ। যদিও বিশ্বকাপের আগে আইপিএল খেলে নিজেদের টি২০-র জন্য ঝালিয়ে নিতে পারবেন ভারতের বোলার, অল-রাউন্ডাররা।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)