সুনীল গাভাস্কার নিজের মন্তব্যের সাফাইয়ে বললেন, ‘‘আমি কোথায় অনুষ্কাকে দোষ দিলাম?’’

সুনীল গাভাস্কার

জাস্ট দুনিয়া ডেস্ক: সুনীল গাভাস্কার নিজের মন্তব্যের সাফাই দিলেন এ বার। বিরাট কোহলির খেলা প্রসঙ্গে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় শোরগোল ফেলে দেওয়া ‘কুরুচিকর’ মন্তব্য করার পর সুনীলের সাফাই, ‘‘আমি কোথায় অনুষ্কাকে দোষ দিলাম? এতে আমি কোথায় সেক্সিস্ট হলাম?’’

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ওই দিন দুবাইয়ে আইপিএল ম্যাচে পঞ্জাব বনাম বেঙ্গালুরু খেলা চলছিল। সেই ম্যাচে বিরাট দু’বার লোকেশ রাহুলে ক্যাচ ফেলেন। তিনি নিজে ১ রানে আউটও হন। ওই ম্যাচের ধারাভাষ্যকার ছিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি সেই সময় হিন্দিতে বলেন, ‘‘লকডাউনের সময় বিরাট তো শুধু অনুষ্কার বলেই অনুশীলন করেছে।’’ এতেই শোরগোল পড়ে যায়। সুনীল কুরুচিকর মন্তব্য করেছেন বলে ঝড় বয়ে যায় ক্রিকেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় সুনীলকে ‘সেক্সিস্ট’ তকমা দেওয়া হয়। পাশাপাশি সুনীলকে ধারাভাষ্যকারের প্যানেল থেকে বরখাস্ত করুক বিসিসিআই, এমন দাবিও ওঠে।

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

সুনীলের এই মন্তব্যের জবাব দেন অনুষ্কা শর্মাও। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘মিস্টার গাভাস্কার, আপনার এই ধরনের মন্তব্য কুরুচিপূর্ণ। স্বামীর খেলার জন্য তাঁর স্ত্রীকে দোষারোপ করার ভাবনা আপনার মাথায় কী ভাবে এল?’’

এ সবের পরে সুনীল গাভাস্কার নিজের মন্তব্যের সাফাই দেন। তিনি বলেন, ‘‘আপনারা কমেন্ট্রিতে শুনেছেন, আকাশ চোপড়া এবং আমি হিন্দি চ্যানেলে খেলার ধারাভাষ্য দিচ্ছিলাম। আকাশ খেলোয়াড়দের অনুশীলন প্রসঙ্গে বলছিল। প্রথম ম্যাচে কয়েক জন  খেলোয়াড়ের অনুশীলনের ঘাটতি কিন্তু দেখা যাচ্ছিল। বিরাটও কোনও অনুশীলন করেনি। অনুশীলন বলতে, লকডাউনের সময় ওদের দেখা গিয়েছে বাড়িতে খেলছে এবং অনুষ্কা ওকে বল করছে। এটাই আমি বলেছি। এটাই একমাত্র বোলিং। আমি অন্য কোনও শব্দ বলিনি।’’

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সুনীল আরও বলেন, ‘‘অনুষ্কা বল করেছিল বিরাটকে। ব্যস। আমি কোথায় তাকে দোষ দিলাম? এতে আমি কোথায় সেক্সিস্ট হলাম?’’

সুনীল গাভাস্কার নিজের সাফাইয়ে আরও জানিয়েছেন, তিনি বরাবরই ট্যুরের সময় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রীদের নিয়ে যাওয়ার পক্ষপাতী। সুনীল বলেন, ‘‘আমি মনে করি, এক জন সাধারণ মানুষ ৯টা-৫টা অফিস করার পরে যেমন বাড়িতে স্ত্রী-র কাছে ফেরেন, ক্রিকেটারদের ক্ষেত্রেও তেমনই হওয়া উচিত।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)