ভারতে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার, নিবার্সনের পর প্রথম প্রতিযোগিতা আইপিএল

স্মিথ, ওয়ার্নার

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার । চোখ, মুখ দেখে বোঝাই যাচ্ছিল এই দিনটার অপেক্ষাতেই ছিলেন দুজনে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে পুরনো সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। প্রথমে দুবাইয়ে অস্ট্রেলিয়া দলের সঙ্গে দেখা করে দুজনেই আইপিএল খেলতে চলে এসেছেন ভারতে

দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির অভিযোগে দুজনেরই নির্বাসনের শাস্তি হয়েছে। চলতি মাসের ২৯ তারিখে নির্বাসনের শাস্তি উঠে যাবে এই দুই ক্রিকেটারের ওপর থেকে। তার আগে দুবাইতে প্রথমে অস্ট্রেলিয়া দলের সঙ্গে মিলিত হন স্মিথ ও ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে ৫ ম্যাচের একদিনের সিরিজ খেলতে দুবাই পৌঁছেছে অস্ট্রেলিয়া। সেখানেই শিবিরে যোগ দেন এই দুই ক্রিকেটার। যদিও এই সিরিজে তাঁরা দলে নেই।

প্রায় এক বছর পর জাতীয় দলের শিবিরে যোগ দিতে পেরে দুজনেই খুশি। দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেন। সতীর্থরা তাঁদের কী চোখে দেখছেন, দলে তাঁদের কতটা গুরুত্ব, সবই জেনে নেন। পুরনো সতীর্থদের সঙ্গে সময় কাটানোটা দারুণ উপভোগ করেছেন দু’‌জনেই। ওয়ার্নার বলেন, ‘‌শিবিরে সময় কাটানোটা ছিল অসাধারণ। ওদের সঙ্গে কথা বলার সময় মনেই হচ্ছিল না আমরা দলের বাইরে আছি। সবাই খোলা মনে আমাদের গ্রহণ করেছে। সত্যিই এটা দারুণ ব্যাপার!‌ ভারতের বিরুদ্ধে সিরিজ জেতার পর দলের স্পিরিট দুর্দান্ত জায়গায় পৌঁছেছে। আশা করছি পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলে সিরিজ জিতবে।’

অ্যাশেজ আবার আসছে অস্ট্রেলিয়ায়, লর্ডসের মিউজিয়াম থেকে এই ট্রফি প্রায় বেরোয়নি

কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অধিনায়‌ক অ্যারন ফিঞ্চের কাছ থেকে দলের সামগ্রিক ছবিটা বুঝে নেন স্মিথ। বলেন, ‌‘‌কোচ ও ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে মনে হয়েছে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের জন্য দল সঠিক পথেই চলেছে।’‌ ওয়ার্নারও স্মিথের সঙ্গে একমত। বলেন, ‘‌গত এক বছরে দলে অনেক পরিবর্তন হয়েছে, যা খুবই ভাল। এই পরিবর্তন গ্রহণ করে, নিজেদের ভূমিকা পালন করে দলকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’‌

ল্যাঙ্গারও স্বাগত জানান এই দুই ব্যাটসম্যানকে। বলেন, ‘‌স্মিথ ও ওয়ার্নারের ফিরে আসাটা দারুণ ব্যাপার, অনেকটা দুই ভাইয়ের ঘরে ফিরে আসার মতো। দলের সবাই ওদের দারুণভাবে অভ্যর্থনা জানিয়েছে। ওদের সঙ্গে খুব ভাল ইতিবাচক আলোচনা হয়েছে। ৯–১০ মাস আগে আমরা দলের মধ্যে কিছু মূল্যবোধ স্থির করেছিলাম, যাতে দলকে মাঠের বাইরে ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’‌

এরপর অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাটিয়ে আইপিএলে খেলার জন্য ভারতে চলে এসেছেন ওয়ার্নার ও স্মিথ। যোগ দিয়েছেন নিজের নিজের ফ্র‌্যাঞ্চাইজিতে। স্মিথ কবে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। কারণ, অস্ত্রোপচারের পর তিনি এখনও পুরো সুস্থ নন। যদিও স্মিথ আইপিএলে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। বলেছেন, ‘‌ভারতে খেলতে আমি দারুণ পছন্দ করি। আমার কনুইয়ের চোট অনেকটাই সেরে গেছে। গত দু’‌সপ্তাহ ধরে নেটে ব্যাটিং করছি, মনে হচ্ছে পুরো শক্তি ফিরে পেয়েছি। আবার মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।’‌

আবার স্মিথকে দলে পাবেন, এটা ভেবেই খুশি অজিঙ্কা রাহানে। বলেছেন, ‘‌স্মিথ দুর্দান্ত ক্রিকেটার। ওকে দলে পাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার। ম্যাচ জেতানোর ব্যাপারে দারুণ দক্ষতা রয়েছে।’‌‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)