South Africa vs India 1st Test 5th Day ১১৩ রানে জয় ভারতের

South Africa vs India 1st Test 5th Day

জাস্ট দুনিয়া ডেস্ক: South Africa vs India 1st Test 5th Day শেষে ভারত থামল জিতেই। প্রথম থেকে জয়ের লক্ষ্যেই শুরু করে দিয়েছিলেন বিরাট কোহলিরা। তবে লোকেশ রাহুলের ব্যাটে সেঞ্চুরি তাকে আরও এগিয়ে নিয়ে যায়। প্রথম ইনিংসে ভারতের ৩২৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১৯৭ রানেই শেষ হয়ে যায়। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংও একই পথে হেঁটে ১৭৪ রানে শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারতের থেকে এগিয়ে থামলেও মোট রানের নিরিখে অনেকটাই পিছিয়ে থামল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা বনাম ভারত প্রথম টেস্ট ১১৩ রানে জিতে নিল ভারতীয় ক্রিকেট দল।

টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকা থেমেছিল ৯৪-৪-এ। ডিন এলগার হাফ সেঞ্চুরি করেছিলেন। শেষ দিন তিনি থামলেন ৭৭ রানে। এটিই দলের সর্বোচ্চ রান। এ ছাড়া আর কেউই বড় রান করতে পারেনননি। কিগান পিটারসেন ১৭, রসি ভ্যান ডার দুসেন ১১, কেশব মহারাজ ৮, কুইন্টন ডে কক ২১, উইয়ান মুলদার ১, মার্কো জানসেন ১৩, কাগিসো রাবাডা ০ ও লুঙ্গি এনগিডি ০ রানে ফিরে যান। শেষ পর্যন্ত লড়াই দিলেন তেম্বা বাভুমা। ৩৫ রান করে অপরাজিত থাকলেন তিনি। তবে তা কাজে লাগল না। ১৯১ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস।

ভারতের হয়ে এদিনও উইকেট পেলেন মহম্মদ শামি। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিলেন ৩ উইকেট। তাঁর পাশাপাশি ৩ উইকেট নিলেন জসপ্রিত বুমরা। ২টি করে উইকেট নিলেন মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম টেস্টে ম্যাচের সেরা হয়েছেন লোকেশ রাহুল। ম্যাচের সেরা হয়ে তিনি বলেন, ‘‘আমি চেয়েছিলাম আমার দলকে একটা ভাল শুরু দিতে। ওপেনিং খুব গুরুত্বপূর্ণ। আমি আমার টেকনিকের উপর কাজ করেছিলাম কিছুটা। আমার খেলা নিয়েও অনেক খেটেছি যখন দলের বাইরে ছিলাম কয়েক বছর। এখন সবটা এক সঙ্গে পেয়েছি। নিয়মানুবর্তিতা খুব গুরুত্বপূর্ণ।’’

বিরাট কোহলি বলেন, ‘‘আমরা যেমন শুরু চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। চার দিনেই ফল দেখা গিয়েছিল আমরা কতটা ভাল খেলেছি। এটা খুব কঠিন জায়গা। দক্ষিণ আফ্রিকা। আমরা ব্যাট, বল ও ফিল্ডে ভাল করেছি। লোকেশ আর মায়াঙ্কের অনেকটাই কৃতিত্ব। আমাদের বোলিং ইউনিটের উপর বিশ্বাস ছিল যে ওরা ওদের কাজ করতে পারবে। আমরা এটা নিয়ে ড্রেসিংরুমে কথা বলেছি। শামি অসাধারণ, বিশ্বমানের বোলার। ওর ২০০ উইকেটের জন্য আমি খুব খুশি।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)