নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়, হচ্ছেন আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান

ICC Chairman

জাস্ট দুনিয়া ডেস্ক: নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়, এবার আইসিসির। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে বসতে চলেছে স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট। এর আগে এই পদে ছিলেন ভারতেরই অনিল কুম্বলে। ক্লাইভ লয়েডের পর ২০১২-তে দায়িত্ব নিয়েছিলেন কুম্বলে। ২০১৬-তে দ্বিতীয়বার দায়িত্ব নেন তিনি। তৃতীয়বারও তাঁকেই সেই পদে রেখেছিল আইসিসি। দীর্ঘ ৯ বছর এই দায়িত্ব সামলেছেন অনিল কুম্বলে। এবার তা যেতে চলেছে আর এক ভারতীয়ের হাতে। তিনি আর কেউ নন ভারতীয় ক্রিকেটের টিমম্যান, সেরা প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়। এতদিন সৌরভ ছিলেন পর্যবেক্ষক। এবার হতে চলেছেন চেয়ারম্যান।

তিন বার তিন বছর করে দায়িত্বে থাকার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান অনিল কুম্বলে। বুধবার আইসিসির তরফে এক প্রেস রিলিজ দিয়ে এই খবর জানানো হয়। আইসিসি চেয়ার গ্রেগ বার্কলের বলেন, ‘‘আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। বিশ্বের একজন সেরা প্লেয়ারের অভিজ্ঞতা রয়েছে তাঁর এবং তার পর প্রশাসক যা আমাদের ক্রিকেট সংক্রান্ত সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’’

তিনি আরও বলেন, ‘‘আমি গত ৯ বছর ধরে অনিলের অসাধারণ কাজের জন্য তাঁকে ধন্যবাদ। যা আন্তর্জাতিক খেলার উন্নতি করতে সাহায করেছে। এ ছাড়া তাঁর সময়ে নিয়মিত ডিআরএস-এর ব্যবহারের সঙ্গে রোবাস্ট ব্যবস্থাকে কাজে লাগিয়ে সন্দেহজনক বোলিংকে নির্ধারিত করা।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)