অনুষ্কা শর্মা কী করছেন ভারতীয় দলের সঙ্গে? তোলপাড় সোশ্যাল মিডিয়া

অনুষ্কা শর্মারএই ছবি ঘিরেই সব বিতর্ক। -বিসিসিআই টুইটার।

জাস্ট দুনিয়া ডেস্ক: বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী অনুষ্কা শর্মা । লন্ডনে ভারতীয় দূতাবাসে ভারতীয় ক্রিকেট দলের ছবি ঘিরে তৈরি হয়েছে চূড়ান্ত বিতর্ক। প্রশ্ন উঠছে ভারতীয় দলের ছবিতে কেন অনুষ্কা? এখানেই থামেননি নিন্দুকের। তাঁদের প্রশ্ন, দলের সহ-অধিনায়ককে পিছনের সারিতে পাঠিয়ে অনুষ্কাকে সামনে রেখে কী প্রমাণ করতে চেয়েছেন তাঁরা। আর এই প্রশ্নেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।

এই মুহূর্তে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। প্রথম টেস্ট হারতে হয়েছে। দ্বিতীয় টেস্ট লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু। তার আগে ইংল্যান্ডের ভারতীয় দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়েছিল গোটা ভারতীয় ক্রিকেট দলকে। অনুষ্কা শর্মা যে এই মুহূর্তে বিরাটের সঙ্গেই ইংল্যান্ডে রয়েছে তা সবার জানা। প্রথম ম্যাচে তাঁকে স্টেডিয়ামেও দেখা গিয়েছে দলকে সমর্থন করতে। সেঞ্চুরি করে স্ত্রীর দিকে চুমুও ছুড়ে দিয়েছেন বিরাট। কিন্তু যেখানে ক্রিকেট আর সঙ্গে বিরাট-অনুষ্কা সেখানে বিতর্ক পিছিয়ে থাকে কী করে।

মঙ্গলবার সেই নতুন বিতর্কেরই জন্ম হয়েছে বিসিসিআই-এর পোস্ট করা এক ছবিকে ঘিরে। বিসিসিআই প্রথম তিন টেস্ট পর্যন্ত ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের তাঁদের সঙ্গে থাকার ব্যাপারে নাকি নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু প্রথম থেকেই ইংল্যান্ডে বিরাটের রয়েছেন অনুষ্কা। যে কারণে এই অনুষ্ঠানে দেখা গিয়েছে শুধু অনুষ্কাকেই। অন্য কোনও ক্রিকেটারের স্ত্রী বা বান্ধবীকে দেখা যায়নি। অনুষ্কার সঙ্গে এই বিশেষ ব্যবহার নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ফ্যানরা।

আলি এমজি নামে এক সমর্থক লিখেছেন, ‘‘সহ-অধিনায়ক শেষ রো-তে দাড়িয়ে আর ভারতীয় দলের প্রথম লেডি প্রথমসারিতে।’’ নিশান্ত লিখছেন, ‘‘বিসিসিআই কেন একজনের স্ত্রীকে অফিসিয়াল ট্যুরে থাকার জায়গা দিচ্ছে। এটা নিশ্চিত করা হোক দলের প্লেয়াররা খেলতে গিয়েছে না হানিমুনে গিয়েছে।’’ ওডি লিখেছেন, ‘‘অনুষ্কা শর্মা এখানে কী করছে? সে একদম মাঝখানে আর সহ-অধিনায়ক সবার শেষে, এটা একটা জোক।’’

৩৩ জন ক্রিকেটারকে সেন্ট্রাল চুক্তির আওতায় নেওয়া হয়েছে

প্রায় সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন অনুষ্কা শর্মার উপস্থিতি নিয়ে। অতীতে অনুষ্কার মাঠে উপস্থিতিতে বিরাটের খারাপ ব্যাটিংয়ের দায়ও নিতে হয়েছে অনুষ্কাকে। সেই সময় প্রতিবাদ করেছিলেন বিরাট। আবারও প্রতিবাদ শোনা যাবে। কিন্তু এখন ফুটছে সমর্থকরা। শাহ লিখেছেন, ‘‘অনুষ্কা শর্মা ওখানে কী করছে, সে তো ভারতীয় দলের অংশ নয়। এটা মেনে নেওয়া যায় না।’’ রুচি প্রধান লেখেন, ‘‘বিসিসিআই এই ছবি পোস্ট করে নিজেদেরই সম্মান নষ্ট করল।’’ বানী তো মজা করে লিখেছেন, ‘‘অনুষ্কা শর্মা কবে ভারতীয় দলের হয়ে খেলা শুরু করবে?’’