শোয়েব আখতার চান বিশ্বকাপ উপমহাদেশে আসুক

শোয়েব আখতার

জাস্ট দুনিয়া ডেস্ক: শোয়েব আখতার বাজি ধরছেন ভারতের হয়েই। পাকিস্তান পারেনি। শ্রীলঙ্কাও পারেনি। কিন্তু বিশ্বকাপ উপমহাদেশেই আসুক চাইছেন শোয়েব আখতার।

তার মানে বিরাট কোহলিদের সমর্থন করছেন তিনি?‌ এর আগে ইংল্যান্ড–ভারত ম্যাচে বিরাটদের জয় চেয়েছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। কিন্তু ম্যাচটা ভারত হেরে যাওয়ায় হতাশ হয়েছিলেন খুবই। বলেওছিলেন, ‘‌দেশভাগের পর এই প্রথমবার ভারতকে সমর্থন করেছিলাম। কিন্তু একরাশ হতাশা সঙ্গী হল।’‌ কিন্তু এখন আর কোনও হতাশা, রাগ মনের মধ্যে পুষে নেই শোয়েব আখতার।

বলেছেন, ‘‌মনে হয় না সেমিফাইনালে নিউজিল্যান্ড চাপ নিতে পারবে। ওদের গায়ে চোকার্স বদনাম সেঁটে না থাকলেই ভাল হয়। তবে মনে প্রাণে চাই বিশ্বকাপ উপমহাদেশে আসুক। বিরাটরাই নিয়ে আসুক দাপট দেখিয়ে। এখন আমি ভারতকেই সমর্থন করব।’‌

বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি হয়ে গেল রোহিত শর্মার। ভারতীয় এই ওপেনারের খেলা কেমন লাগছে তাঁর?‌ শোয়েব বলেছেন, ‘‌রোহিতের সময় জ্ঞান যেমন দুর্দান্ত। তেমনই দুর্দান্ত ওর শট বাছাই। ফ্লিক, কাট, পুল— সব মারতে পারে। পাশাপাশি খেলাটাও দারুণ বোঝে। লোকেশ রাহুলও সেঞ্চুরি পেয়ে গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে। যা নিঃসন্দেহে ভাল খবর ভারতের জন্য।’‌

বিশ্বকাপ থেকে সরফরাজদের ছিটকে যাওয়ার পেছনে নেট রান রেট দায়ী। এটা নিয়ে আক্ষেপ আছে শোয়েব আখতারের। শেষ চারে নিউজিল্যান্ডের যাওয়াটা মানতে পারছেন না তিনি। বলেছেন, ‘‌নিউজিল্যান্ডের থেকে পাকিস্তান অনেক ভাল খেলেছে। তাই মনে হয়েছিল সরফরাজ সেমিফাইনালে খেলবে। সেটা হলে লড়াই জমে যেত। কিন্তু সব আশা শেষ হয়ে গেল নেট রান রেটের জন্যই।’‌ ‌‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)