বাদ শিখর ধাওয়ান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে মায়াঙ্ক আগরওয়াল

Shikhar Dhawan

জাস্ট দুনিয়া ডেস্ক:  বাদ শিখর ধাওয়ান । ইংল্যান্ড সফরে চূড়ান্ত খারাপ ফর্মের পর মনেই করা হয়েছিল পরে টেস্ট সিরিজে শিকে ছিড়বে না ওপেনার শিখর ধাওয়ানের। কিন্তু এশিয়া কাপে ফর্ম ফিরে পাওয়ার সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হওয়া ম্যাচের সেরার পুরস্কার তুলে নেওয়ার পর দলের থাকার সম্ভাবনাটা আবার নতুন করে উজ্জল হয়ে উঠেছিল। কিন্তু সেই প্রত্যাশায় জল ঢেলে দিলেন নির্বাচকরা।

ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল শনিবারই ঘোষণা করলেন নির্বাচকরা। সেই দল থেকে বাইরে রাখা হল শিখর ধাওয়ানকে। সেখানে দলে নতুন মুখ মায়াঙ্ক আগরওয়াল। ডোমেস্টিক ক্রিকেটে টানা ভাল পারফর্মেন্সের পুরস্কার পেলেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। শনিবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে ৯০ রানের ইনিংস খেলেছেন মায়াঙ্ক। তার পর এই জায়গাটা তার প্রাপ্যই ছিল।

উল্টোদিকে ইংল্যান্ড সফরে ভারতকে কোনও ম্যাচেই ভরসা দিতে পারেননি শিখর ধাওয়ান। আট ইনিংসে একটি হাফ সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। ভারত প্রথম টেস্ট খেলবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ৪ অক্টোবর। দ্বিতীয় টেস্ট ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

বিরাট কোহালিকে এশিয়া কাপে বিশ্রাম দেওয়ার পর আবার ফেরানো হল দলে। তাঁর অধিনায়কত্বেই ঘোষণা করা হল ১৫ সদস্যের ভারতীয় টেস্ট দল। এই দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারকে। ইশান্তা শর্মা ও হার্দিক পাণ্ড্যকে চোটের জন্য দলে রাখা হয়নি। চোট সারিয়ে দলে ফিরলেন অশ্বিন।

ভারতীয় দল: বিরাট কোহালি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), হনুমান বিহারী, ঋশভ পন্থ (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর।