প্লাজমা দেবেন সচিন তেন্ডুলকর, জন্মদিকে দেশকে তাঁর উপহার

প্লাজমা দেবেন সচিন তেন্ডুলকর

জাস্ট দুনিয়া ডেস্ক: প্লাজমা দেবেন সচিন তেন্ডুলকর, জন্মদিনের সকালে এমনটাই ঘোষণা করলেন মাস্টার ব্লাস্টার। সদ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিছুদিন বাড়িতে নিভৃতবাসে কাটানোর পর ডাক্তারদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি। আপাতত তিনি সুস্থ। গত বছর করোনায় যখন দেশে হাহাকার চলছে তখনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। প্রচুর মানুষের খাওয়ার ব্যবস্থা করেছিলেন। আরও নানা ভাবে পাশে দাঁড়িয়েছিলেন বিপদগ্রস্থ মানুষদের যার সবটা প্রচার মাধ্যমের কাছে এসে পৌঁছয়নি।

আবার করোনার প্রকোপে নাস্তানাবুদ দেশ। তাঁর রাজ্য মহারাষ্ট্র সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ এই ভাইরাস। ভয়ঙ্কর যন্ত্রণায় দিন কাটছে দিল্লির মানুষদের। হাহাকার চলছে অক্সিজেনের। অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। হাসাপাতালগুলোকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা। নেই বেড, নেই অক্সিজেন, নেই ওষুধ। এই মারণ রোগ থেকে মুক্তি কোথায় কেউ জানে না। তাও লড়ছে দেশ। সেই সময় আবার তাঁর মত করে পাশে দাঁড়ানোর বার্তা দিলেন সচিন।

শনিবার ৪৮-এ পা দিলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বয়। শুভেচ্ছার বন্যায় ভেসেছে তাঁর সোশ্যাল মিডিয়া ওয়াল। কিন্তু যখন গোটা দেশ কাঁদছে তখন তিনি আনন্দ করতে রাজি নন। তাই ভিডিও বার্তায় তিনি জানালেন, ‘‘বন্ধু, পরিবার সবাইকে পাশে পেয়েছি। সবার শুভকামনায় আমি সুস্থ হয়ে ফিরেছি। ডাক্তাররা দারুণ কাজ করেছেন।’’

তিনি এর সঙ্গে যোগ করেন, ‘‘গত বছর আমি একটি প্লাজমা সেন্টারের উদ্বোধন করেছিলাম। কোভিড থেকে সেরে ওঠা মানুষ তাঁদের রক্ত দিয়ে আক্রান্তদের সাহায্য করতে পারেন। আমি আমার ডাক্তারের সঙ্গে পরামর্শের পর প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে বলব রক্ত দিন, অন্যদের অনেকটা সুবিধে হবে।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)