Rohit Sharma On Team: লক্ষ্য বেঞ্চের শক্তি বাড়ানো

Rohit Sharmaরোহিত শর্মা

জাস্ট দুনিয়া ডেস্ক: লক্ষ্য দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করে তোলা। আর সে কারণেই দলে রোটেশন পদ্ধতির পক্ষে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma On Team)। গত বছর টি২০ বিশ্বকাপে ভারতের খারাপ পারফর্মেন্সের পর এবার আর সেই ভুল করতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই মূল দলের পাশাপাশি রিজার্ভ বেঞ্চও তৈরি রাখার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিচ্ছে বোর্ড। চোট-আঘাত ওওয়ার্কলোড ম্যানেজমেন্টকে মাথায় রেখেই রোটেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে রোহিতের বক্তব্য, এখন ভারতীয় ক্রিকেট দলের খেলা সারা বছর চলে। সে কারণো চোট-আঘাতও বেশি হয় আর পাশাপাশি অনেক ম্যাচ খেলার পরে বিশ্রামেরও দরকার হয়— সেই সব কিছুকে মাথায় রেখেই রোটেশনের সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘‘এই পদ্ধতি আমাদের বেঞ্চকে শক্তিশালী করবে এবং যে কোনও সময় খেলার জন্য প্রস্তুত রাখবে। যে কারণে আমরা অনেককে খেলাচ্ছি যাতে তাঁরা আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা আমাদের বেঞ্চকে শক্তিশালী করতে চাইছি। আমরা এটা নিশ্চিত করতে চাইছি যে ভারতের ভবিষ্য সঠিক হাতে রয়েছে। সে কারণেই এই পরিকল্পনা।’’

তিনি আরও বলেন, ‘‘আমি জানি না এর পর কী আশা করা যায় তবে প্রতিদিন উন্নতি করা একটি দল হিসেবে এটাই আসল। এটা গুরুত্বপূর্ণ নয় যে আমরা সিরিজ জিতছি কী হারছি। গুরুত্বপূর্ণ দল হিসেবে ভাল হয়ে ওঠা। দলগত লক্ষ্য গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই ব্যক্তিগত জায়গাও যখন একজন খেলতে নামবে তাঁর কাজ যেন সে সঠিকভাবে করতে পারে।’’

রোহিত শর্মা কোচ রাহুল দ্রাবিড় প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘‘যখন তিনি কোচ হলেন আমাদের দেখা হয়েছিল এবং আমরা একটি ঘরে এক সঙ্গে কিছুক্ষণের জন্য বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত নিয়েছিলাম এই দলকে নিয়ে আমরা কীভাবে এগোব। আমাদের চিন্তা-ভাবনা প্রায় একই ছিল। যার ফলে আমার জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছিল দলকে বার্তা দেওয়া। আমাদের সব থেকে বড় মিল, আমরা সঠিক বার্তা কোনও ধন্ধ ছাড়া দিতে চেয়েছিলাম দলকে।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle