লোকেশ রাহুল লর্ডসের মাটিতে সেঞ্চুরি হাঁকিয়ে কী বললেন বিসিসিআই টিভিকে

লোকেশ রাহুল

জাস্ট দুনিয়া ডেস্ক: লোকেশ রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা অনেকটাই শক্তিশালী করে দিয়েছিলেন প্রথম দিনই। ওপেনিংয়ে তাঁকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন রোহিত শর্মা। দ্বিতীয় দিন যদিও লোকেশ তাঁর সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেননি। কিন্তু লর্ডসের মাঠে সেঞ্চুরি এবং স্টেডিয়ামে বোর্ডে জ্বল জ্বল করতে থাকা নামটা সব ক্রিকেটারের স্বপ্ন থাকে। যে স্বপ্ন এই ম্যাচে পূরণ করেছেন লোকেশ। মায়াঙ্ক আগরওয়াল প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ার পর রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কে তা নিয়েই তৈরি হয়েছিল প্রচুর জল্পনা। মায়াঙ্ক থাকলে লোকেশকে খেলতে হত মিডল অর্ডারে। তাহলে হয়তো ওই সেঞ্চুরি নাও হতে পারত।

লোকেশকে রোহিত শর্মা ‘ম্যান অব দ্য আওয়ার’ বলে ব্যাখ্যা করেছেন। লোকেশ তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুতেই ওপেনিংয়ে সুযোগ পেয়ে যাওয়াকে ‘কাম ব্যাক’ বলে চিহ্নিত করছেন। তিনি বলেন, ‘‘টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়াটা হতাশার ছিল, কষ্ট পেয়েছিলাম কিন্তু আমার নিজেকে ছাড়া কাউকে দোষারোপ করার ছিল না।আমি নিজের সুযোগের জন্য অপেক্ষা করছিলাম শুধু। যেভাবে সেটা আমার কাছে এল তার মানে এটাই।’’

লোকেশ তাঁর সামনে লর্ডসের মাটিতে সেঞ্চুরি হাঁকালেন যিনি অভিষেকে এই লর্ডস গ্রাউন্ডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমান বিসিসিআই সভাপতি, সেই মুহূর্তে ছিলেন লর্ডসের গ্যালারিতে। রাহুল বলেন, ‘‘এটা আমার জন্য খুব স্পেশাল। শুধু যে লর্ডসে সেঞ্চুরি করেছি তা নয়। আমি অনেকদিন টেস্ট ক্রিকেটের বাইরে ছিলাম। আমি টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়েই বড় হয়েছিল। আমার বাবা টেস্ট ক্রিকেট ভালবাসত। আমার কোচেরা সব সময় চাইত আমি টেস্ট ক্রিকেট খেলি। আমি সব সময় টেস্ট ক্রিকেটে ভাল করতে চেয়েছি।’’

লর্ডস টেস্টের প্রথম দিন লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটে ১০০-র উপর পার্টনারশিপ তৈরি হয়। মাত্র ১৭ রানের জন্য রোহিত সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু রাহুলের ব্যাট থেকে এসেছে তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ভারতের দুই ওপেনারের দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের ব্যাটিং শেষ হলেই বোঝা যাবে ঠিক কতটা লড়াই করতে হবে রতীয় ব্যাটসম্যানদের সেই লক্ষ্যে পৌঁছে। তবে এখনও এগিয়ে রয়েছে ভারত। প্রথম টেস্টে বৃষ্টি সমস্যায় না ফেললে জিতেও যেতে পারত ভারত।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)