রোহিত শর্মা ফিট হয়ে গেলে অস্ট্রেলিয়া সফরে খেলবে: সৌরভ গঙ্গোপাধ্যায়

রোহিত শর্মা

জাস্ট দুনিয়া ডেস্ক: রোহিত শর্মা চোটের জন্য বেশ কয়েকটি আইপিএল ম্যাচে খেলতে পারেননি তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। তবে আপাতত সুস্থ তিনি, এমনটাই তিনি নিজে জানিয়েছেন। রোহিত শর্মা দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তাঁর চোট নিয়ে চিন্তায় স্বয়ং বিসিসিআই সভাপতি। তাঁর মতে, রোহিতের মতো প্লেয়ারকে খুব সাবধানে আবার মাঠে নামানো উচিৎ। তার মধ্যে রয়েছে প্লে-অফের ম্যাচ। যা মুম্বই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঝুঁকি নিয়ে তাঁকে খেলিয়ে বড় সমস্যা ডেকে আনার পক্ষে নন সৌরভ।

তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এও জানিয়েছেন, যদি রোহিত শর্মা সুস্থ হয়ে ওঠেন তাহলে তাঁকে দেখা যাবে অস্ট্রেলিয়া সফররত দলে। এই মুহূর্তে কোনও দলেই রাখা হয়নি তাঁকে।

সৌরভ বলেন, ‘‘এই মুহূর্তে রোহিতের চোট রয়েছে। তা না হলে ওর মতো একজন প্লেয়ারকে কেন দলের বাইরে রাখা হবে। ও দলের সহ-অধিনায়ক (লিমিটেড ওভার)।’’

রোহিতের সুস্থতা দেশের ক্রিকেটের জন্য যে জরুরী সেটাও বুঝিয়ে দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘‘ওকে আমরা দেখব। আমি জানি না ও কবে ফিরতে পারবে। প্রতিবারই চোট পাওয়ার পর অতীতে ও অনেক দিন বাইরে থেকেছে খেলা থেকে। আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। এটা বিসিসিআই-এর দায়িত্ব দলের সেরা প্লেয়ারকে তাঁর জায়গায় নিয়ে আসা। ও যদি সুস্থ হয়ে যায় ও খেলবে।’’

এর মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স রোহিতের নেটে অনুশীলনের ভিডিও প্রকাশ করেছেন। তা নিয়ে সৌরভ বলেন, ‘‘হ্যাঁ, কেউ চাইবে না ও আবার চোট পাক। ওর হ্যামস্ট্রিংয়ে চির রয়েছে যা আবার আঘাতপ্রাপ্ত হলে ফিরতে অনেক সময় লেগে যাবে। তবে ওকে সুস্থ করে তোলার কাজ চলছে।’’

রোহিতের চিকিৎসা মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিও তো করছেনই সঙ্গে রয়েছেন ভারতীয় দলের ফিজিও-ও। ‘‘রোহিত নিজেও জানে ওর সামনে অনেক বড় কেরিয়ার রয়েছে। এবং সেটা শুধু আইপিএল বা পরের সিরিজ নয়। আমমার বিশ্বাস ও জানে ওর জন্য সেরা কী।’’

সাত মাস খেলার বাইরে থাকাকে চোটের জন্য অনেকটাই দায়ী করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ওরা সবাই সাত মাস পর খেলতে নেমেছে। ততদিন ঘরের মধ্যেই বদ্ধ থাকতে হয়েছে। যেখানে কোনও উপায়ই ছিল না কিছু করার। এটাই খেলা যত বেশি খেলবে তত চোট ফিটনেস বাড়বে। কম খেললেই চোটের সম্ভাবনা বেশি থাকে।’’

এর মধ্যেই ইশান্তের ফিট হয়ে টেস্ট দলে ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)