বিশ্বকাপ চ্যাম্পিয়ন ‌ইংল্যান্ড দলকে রানির অভিনন্দন বার্তা

বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড হওয়ার পরই ব্রিটেনের রানির অভিনন্দন বার্তা পৌঁছে গিয়েছে ইংল্যান্ড শিবিরে। প্রথমবার বিশ্বকাপ জয়ের আনন্দে উচ্ছ্বসিত রানি লিখেছেন, ‘‌প্রিন্স ফিলিপ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ইংল্যান্ড দলকে। দারুণ জয়।’‌ সঙ্গে যোগ করেছেন, ‘‌নিউজিল্যান্ডকেও আমার তরফ থেকে অভিনন্দন। পুরো টুর্নামেন্টে ওরা প্রশংসনীয় লড়াই করেছে। বিশেষ করে ফাইনালে ওদের হার–‌না–মানা মনোভাবের কথা আলাদা করে বলতেই হয়।’‌

বছর দুয়েক আগে ইংল্যান্ডের মহিলাদের বিশ্বকাপ জয় এবং রবিবারের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বিশেষ সিরিজের ডাকটিকিট প্রকাশ করবে ব্রিটেনের রয়্যাল মেল। সেইসঙ্গে ১৫ পোস্ট বাক্সকে সোনালি রঙা ক্রিকেট ব্যাট, বলের ছবি এঁকে সাজানো হবে। দুই দলের অধিনায়ক ইওয়িন মর্গান এবং মেয়েদের অধিনায়ক হিটার নাইটের হাতে কাপ ওঠার ছবিও থাকবে পোস্ট বাক্সে। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রিটেনের সোনা জয়ের পর রয়্যাল মেল তাদের লাল পোস্ট বাক্সগুলিকে সোনালি রঙ করে দিয়ে সোনা জয় উদ্‌যাপন করেছিল।

মর্গানের দল বিশ্বকাপ জেতার পর থেকেই শুভেচ্ছা, অভিনন্দনের জোয়ারে ভাসছে। যার মধ্যে অন্যতম শচীন তেন্ডুলকারের ভূয়সী প্রশংসা। মাস্টার ব্লাস্টার টুইটে লেখেন, ‘‌ফাইনালে প্রথম বল থেকে ৬১২ নম্বর বল পর্যন্ত টানটান উত্তেজনা অক্ষুণ্ণ ছিল। দু’‌দলের মধ্যে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। অভিনন্দন ইংল্যান্ড, নিউজিল্যান্ড।’

ভারতের আর এক প্রাক্তন বীরেন্দ্র শেহবাগ নিউজিল্যান্ডের পারফরমেন্সের বাহবা জানিয়ে টুইট করেছেন, ‘‌বিশ্বকাপ জেতার জন্য ইংল্যান্ডকে অভিনন্দন। নিউজিল্যান্ডও দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, কখনও হাল ছাড়েনি। কিন্তু, গাপটিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারিটাই ম্যাচের বিরাট টার্নিং পয়েন্ট। ব্ল্যাক ক্যাপসদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। তারা বিশ্বকাপ না জিতলেও গর্ব করার মতোই পারফরমেন্স করেছে।’‌

প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রেম স্মিথ ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘‌ক্রিকেটের জন্য একটা দারুণ দিন গেল। শেষপর্যন্ত ইংল্যান্ড কাপ জিতলেও দুটো দলকেই কৃতিত্ব দিতে হয়। হোয়াট আ ফাইনাল।’‌ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার লেখেন, ‘‌উত্তেজনায় ঠাসা বিশ্বকাপের ফাইনাল হল। ট্রফির মতোই সুন্দর ম্যাচ হল। ম্যাচ টাই, সুপার ওভার টাই। তারপর বেশি বাউন্ডারি মারার জন্য বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। দারুণ মুহূর্তের সাক্ষী থাকল লর্ডস।’‌

মর্গানের দলকে শুভেচ্ছা জানানোর তালিকায় প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার ওয়েন রুনিও নিজেকে শামিল করেছেন। টুইটারে লিখেছেন, ‘‌বিশ্বকাপ জেতার জন্য ইংল্যান্ডকে অভিনন্দন। ফাইনালে দারুণ লড়াই জমেছিল।’ ফাইনালের পর টুইটারের ট্রেন্ড বলছে, কাপ জেতার জন্য প্রাক্তন তারকারা ইংল্যান্ডকে যেমন সেলাম জানিয়েছেন পাশাপাশি কুর্নিশ নিউজিল্যান্ডের লড়াইকেও।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)