কলকাতায় গোলাপি ইতিহাস লেখার দিনে ইডেন যেন নক্ষত্রমণ্ডল!

কলকাতায় গোলাপি ইতিহাসকলকাতায় গোলাপি ইতিহাস

জাস্ট দুনিয়া ডেস্ক: কলকাতায় গোলাপি ইতিহাস লেখার দিনে ইডেন যেন নক্ষত্রমণ্ডল! শুক্রবার গোলাপি বলে ভারত-বাংলাদেশ প্রথম দিনরাতের টেস্ট রীতিমতো ক্রিকেট উৎসবের চেহারা নিল।

স্টেডিয়াম ভর্তি দর্শকের পাশাপাশি ক্রিকেটের এই মহাযজ্ঞে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ক্রিড়ামহলের উজ্জ্বল নক্ষত্রেরা। কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেল্ডুলকর, অনীল কুম্বলে, রাহুল দ্রাবিড়, মেরি কম, পিভি সিন্ধু, সানিয়া মির্জা, পুলেল্লা গোপীচন্দ— কে নেই! শুক্রবার বেলা ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ‘ইডেন বেল’ বাজিয়ে টেস্ট ম্যাচের উদ্বোধন করেন।

এ দিন টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ঘণ্টায় তাদের স্কোর ছিল ১১.৫ ওভারে চার উইকেটে ২৬। বিরতির সময় ছয় উইকেটে ৭৩। এর পর ৩০.৩ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১০৬ রানে। এর পর ভারতীয় দল ব্যাট করতে নামে। রাত শেষে ভারতের স্কোর ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪।

দেখুন উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও—


এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)