বিরাটের সেঞ্চুরি, ব্যাট হাতে ফ্লপ বাকি ভারতীয় ব্যাটিং

বিরাট কোহলি

জাস্ট দুনিয়া ডেস্ক:  বিরাটের সেঞ্চুরি। বাকিরা চূড়ান্ত ফ্লপ। প্রথম টেস্টের প্রথম দিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড থেমেছিল ২৮৫/৯ এ। দ্বিতীয় দিন মাত্র দু’রানই যোগ করতে পারল ইংল্যান্ড। দিনের শুরুতেই ২৮৭ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের শেষ উইকেটটি নিলেন মহম্মদ শামি।  মনে করা হচ্ছিল বল হাতে দারুণ সফল ভারত। কিন্তু তেমনটা নয়। ব্যাট হাতে নামতেই টের পাওয়া গেল অবস্থা। আসলে বড় রানের উইকেটই নয় বার্মিংহ্যামের। যার ফলে ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য থেকে ১৪ রান পিছিয়েই থামতে হল ভারতকে।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ব্যাট হাতে একমাত্র সফল বিরাট কোহালি। যার ইংল্যান্ডের মাটিতে ব্যাটিংয়ে কোনও সাফল্য ছিল না। যা নিয়ে আলোচনাও কম হয়নি। কিন্তু পুরো দলের রান খরার মধ্যেই জ্বলে উঠলেন একমাত্র বিরাট। ২২তম সেঞ্চুরিটি সেরে ফেললেন ইংল্যান্ডের মাটিতে।  আর নতুন করে প্রশ্ন উঠল চেতেশ্বর পূজারাকে দলে না রাখা নিয়ে।

এ দিন আবার ফ্লপ ভারতের টপ অর্ডার। দুই ওপেনার মুরলী বিজয় ২০ ও শিখর ধবন ২৬ রান করে ফিরে গেলেন প্যাভেলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৪ রান করে আউট হেয় গেলেন লোকেশ রাহুলও। তিন জনকেই প্যাভেলিয়নে ফেরালেন কুরান। চার নম্বরে ব্যাট করতে নেমে হাল ধরলেন বিরাট কোহালি। যখন থামলেন তখন তাঁর নামের পাশে ২২৫ বলে ১৪৯ রানের ইনিংস লেখা হয়ে গিয়েছে। আর সেই ইনিংস সাজানো ছিল ২২টি বাউন্ডারি ও ১টি ওভারা বাউন্ডারি দিয়ে।

প্রথম টেস্ট-এর প্রথম দিনের শেষে 

উল্টো দিকে তখন পর পর প্যাভেলিয়নে ফেরার যেন প্রতিযোগিতায় নেমেছে ভারতীয় ব্যাটসম্যানরা। অজিঙ্ক রাহানে ১৫, দীনেশ কার্তিক ০, হার্দিক পান্ড্যে ২২, রবিচন্দ্রন অশ্বিন ১০, মহম্মদ শামি ২, ইশান্ত শর্মা ১ রানে আউট হলেন। কে বলবে টেস্ট ম্যাচ খেলতে নেমেছে দল। টি২০তেও আজকাল এই রান হয়। এ দিন ইংল্যান্ডের সফলতম বোলার অবশ্যই কুরান। নিলেন ৪ উইকেট। দুটো করে উইকেট নিলেন অ্যান্ডরসন, আদিল রশিদ ও স্টোকস।

এ দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। দিনের শেষে ইংল্যান্ড থামল ৯/১এ। দ্বিতীয় ইনিংসের শুরুতেই কুকের উইকেটটি কোন রান না দিয়েই তুলে নিলেন প্রথম ইনিংসে ভারতের সফলতম বোলার রবিচন্দ্রন অশ্বিন। ৫ রান করে ক্রিজে রয়েছে জেনিংস।