অন-লাইনে ডার্বির টিকিট, এই প্রথম কলকাতা লিগে এই ব্যবস্থা করল আইএফএ

অন-লাইনে ডার্বির টিকিট

জাস্ট দুনিয়া ব্যুরো: অন-লাইনে ডার্বির টিকিট , কলকাতা লিগে এই প্রথম এমন উদ্যোগ নিল আইএফএ। শুক্রবার থেকেই শুরু গেল টিকিট বিক্রি। আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৪.৩০তে যুবভারতী ক্রীড়াঙ্গনে নেমে পড়বে দুই দল।

ডার্বি মানেই ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের জন্য উৎসব। এই দিনের জন্যই তো সারা বছর ধরে অপেক্ষা করা। কলকাতার ফুটবলপ্রেম তো ভাগ হয়ে যায় দুই ক্লাবেই। হাতে গোনা কয়েকটি ডার্বি, কয়েকটিও না মাত্র তিনটি। কলকাতা লিগ ফর্ম্যাট বদলাতে বদলাতে একটি ডার্বিতে এসে থেমেছে। আই লিগে রয়েছে এখনও দু’টি। বন্ধ হয়ে গিয়েছে ফেডারেশন কাপ। তাতে ঘুরে ফিরে অনেক সময়ই ডার্বি হয়েছে। আইএফএ শিল্ড এখন জুনিয়ররা খেলে। তাও এই মরসুমে আইএফএ শিল্ডে ডার্বি দেখা গিয়েছে। কিন্তু সিনিয়র ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই সব সময়ই আলাদা।

সে ফুটবল হোক, বা ফুটবলের বাইরের উত্তেজনা। সেই উত্তেজনা অনেক সময় নিয়ে এসেছে কলঙ্কও। ডার্বির ইতিহাস বার বার রক্তাক্ত হয়েছে। উত্তপ্ত হয়েছে মাঠ ও মাঠের বাইরের পরিবেশ। আহত হয়েছে সমর্থক থেকে ফুটবলার। তবুও কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য ডার্বি মানে একটা উৎসব। দিন ঘোষণা হওয়ার পর থেকেই যেন সেই দিনটির জন্য অপেক্ষা। টিকিট বিক্রি শুরু হলে তার জন্য ঝাঁপিয়ে পড়া। যার যার ক্লাবের বাইরে সপ্তাহ খানেক ধরে লম্বা লাইন। প্রতি মুহূর্তে ক্লাব তাঁবুতে ছড়িয়ে পড়া টিকিট বিক্রির হিসেব। আর ক্লাবে না পৌঁছতে পারলে ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের বাইরে হত্যে দিয়ে পড়ে থাকা, কাউন্টার খুললেই টিকিট।

টিকিটের দাম ১০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত।

  • লোয়ার ও আপার টায়ার ১০০টাকা।

  • মিডল টায়ার ২০০ টাকা।

  • বাঁ ও ডান দিকের ভিআইপি গ্যালারি ৫০০ টাকা।

  • মাঝের ভিআইপি গ্যালারি ৮০০ টাকা।

হতাশ হয়েও প্রতি বছর ফিরতে দেখেছি প্রচুর মানুষকে। সঙ্গে স্টেডিয়ামের আনাচ-কানাচ থেকে হঠাৎ করে বেরিয়ে পড়া ব্ল্যাকারের দল অনেকেরই হতাশা কাটিয়েছে। তখন কে আর পকেটের দিকে তাকায়। ডার্বি বলে কথা। গত বছর কলকাতা লিগের একমাত্র ডার্বি মোহনবাগান মাঠে না নামায় খেলা হয়নি। প্রায় হারিয়ে যাওয়া কলকাতা লিগকে বাঁচিয়ে রেখে একমাত্র এই ডার্বিই। এর জন্যই টিআরপি, এর জন্যই পুরো লিগ খেলে যাওয়া। বা ইস্ট-মোহনের খেলা দেখতে গ্যালারি ভরানো। সবই নির্ভর করে ওই ডার্বির উপর।

এ বারের কলকাতা লিগ শুরু হয়ে গিয়েছে অনেকদিন হল। ইস্টবেঙ্গল, মোহনবাগান গ্যালারি নিয়মিত ভরাচ্ছেন সমর্থকরা। এ বার ডার্বির পালা। আজ থেকে শুরু হয়ে গেল তারই প্রস্তুতি। মানে টিকিট বিক্রি। তাও আবার অন-লাইনে। কলকাতা লিগের ইতিহাসে এই প্রথম অন-লাইনে বিক্রি হবে টিকিট। www.kyazoonga.com ওয়েবসাইটের মাধ্যমে নিজের পছন্দমতো গেট, গ্যালারির টিকিট পাওয়া যাবে। শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে গেল টিকিট বিক্রি। আইএফএ-কে সাধুবাদ দিতেই হচ্ছে এই উদ্যোগের জন্য। কারণ শহরের বাইরে থাকা সমর্থকদের জন্য এর থেকে ভাল বন্দোবস্ত আর কিছু হতে পারে না। যদিও টিকিট বিক্রি শুরু হতেই মন্থর হয়ে যায় সাইট।

 রেকর্ড বিরাটের,  দলের জয়ে বিরাট কোহলির ২০০ রান