Novak Djokovic Wins Wimbledon 2022: ২১ গ্র্যান্ডস্লামের মালিক

Novak Djokovic Wins Wimbledon 2022

জাস্ট দুনিয়া ডেস্ক: দুরন্ত একটা জয়। উইম্বলডন ২০২২-এর ফাইনালে নিক কিরজিওসকে হারিয়ে চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ (Novak Djokovic Wins Wimbledon 2022)। রবিবার ফাইনালের প্রথম সেট হেরেই শুরু করেছিলেন চ্যাম্পিয়ন ম্যান। প্রথম সেট কিরজিওসের কাছে হেরে যান তিনি ৪-৬-এ। এবার বার বার হেরেই শুরু করেছেন নোভাক। ফাইনালেও তার ব্যতিক্রম হল না। বরং ঘুরে দাঁড়িয়ে নিক কিরজিওসের কাছে একবারও না জিততে পারার রেকর্ড ভাঙলেন তিনি।

আর প্রথম গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছেও ট্রফি অধরা থেকে গেল কিরজিওসের। তাঁকে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৩)-এ হারিয়ে ২১তম গ্র্যান্ডস্লাম জিতে নিলেন নোভাক জকোভিচ।

এই জয়ের সঙ্গেই তিনি ছুঁয়ে ফেললেন পিট স্যাম্প্রাসকে। যাঁর দখলেও রয়েছে অল ইংল্যান্ড ক্লাবে সপ্তম টাইটেল। গ্র্যান্ডস্লামের তালিকায় এখন তাঁর সামনে শুধু রাফায়েল নাদাল। তাঁর দখলে রয়েছে ২২টি। জিতে নোভাক বলেন, ‘‘আমি শব্দ খুঁজে পাচ্ছি না এটা বলার জন্য এই ট্রফি আমার জন্য কী। এটা সব সময় ছিল এবং থাকবে আমার হৃদয়ের খুব কাছের।’’ কিরজিওস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘এটা অফিশিয়ালি ব্রোমান্স। তুমি দেখিয়ে দিয়েছ তুমি বিশ্বের সেরা হতে পার বিশেষ করে এখানে, এই টুর্নামেন্টের পর আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি।’’

জকোভিচকে শুভেচ্ছা জানিয়েছেন কিরজিওস। তিনি বলেন, ‘‘সবার প্রথনে নোভাক ও তাঁর দলকে শুভেচ্ছা। তুমি এই চ্যাম্পিয়নশিপ অনেকবার জিতেছ। আমি এই ফল নিয়ে খুশি। একদিন এখনে হয়তো আবার ফিরব কিন্তু সেটা সম্পর্কে আমি জানি না। আমি ক্লান্ত।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle