Neeraj Chopra-র ইতিহাস, ডায়মন্ড লিগে জিতে নিলেন সোনা

Neeraj Chopra

জাস্ট দুনিয়া ডেস্ক: মাঝে শুধু চোটের জন্য কমনওয়েলথ গেমসে খেলা হয়নি। কিন্তু অলিম্পিক্স থেকে যে সোনা দৌঁড় শুরু হয়েছিল নীরজ চোপড়ার (Neeraj Chopra) তা অব্যহত। শনিবার লুসানে ডায়মন্ড লিগে সোনা জিতে ভারতের হয়ে ইতিহাস তৈরি করলেন তিনি।  প্রথমবারই সোনার থ্রো করে দিয়েছিলেন। প্রথমেই তিনি ছোঁড়েন ৮৯.০৮ মিটার। আর এই দুরত্বই তাঁকে সোনা জিতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাকিরা তাঁর ধারে কাছে পৌঁছতে পারেননি। দ্বিতীয় স্থানে শেষ করা চেক প্রজাতন্ত্রে  জাকুব ভেদলেচের ছোঁড়ের ৮৫.৮৮ মিটার ও আমেরিকার কার্টিস থম্পসন শেষ করেন তৃতীয় স্থানে। দেখে নিন নীরজ চোপড়ার সোনা জয়ের থ্রো—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle