নচিকেতা গাইলেন, শিরায় শিরায় সবুজ-মেরুন, ডার্বির আগে জমে গেল মঞ্চ

নচিকেতা

জাস্ট দুনিয়া ব্যুরো:  নচিকেতা গাইলেন , তার সঙ্গে গলা মেলালেন একদল তরুণতুর্কি। আই লিগের ফিরতি ডার্বির আগের সন্ধেতেই মুক্তি পেল নচিকেতার গলায় মোহনবাগানের গান, ‘শিরায় শিরায় সবুজ-মেরুন।’ ক্রীড়া সাংবাদিক ক্লাবে মোহনবাগানের গান উদ্বোধনের অনুষ্ঠানের মঞ্চে স্বয়ং নচিকেতা না থাকলেও ছিলেন মোহনবাগানের দুই ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়।

বাংলা ব্যান্ড এ-ফাইভের সঙ্গে গলা মিলিয়েছেন নচিকেতা। শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানের ছিলেন সেই ব্যান্ডের শিল্পিরা। ডার্বির আগে মোহনবাগান জনতার উন্মাদনাকে বাড়িয়ে দেওয়ার জন্য নচিকেতার উদার গলায় শিরায় শিরায় সবুজ-মেরুনই যথেষ্ট। প্রথম ডার্বির আয়োজক ছিল ইস্টবেঙ্গল। সারাক্ষণই স্টেডিয়ামে যে কারণে বেজেছে ইস্টবেঙ্গলের গান। যা এক সময় উত্তাল করে দিয়েছিল লাল-হলুদ জনতাকে।

এ বার মোহনবাগানের পালা। রবিবারের ডার্বির আয়োজক মোহনবাগান ক্লা। তাই স্টেডিয়াম জুড়ে এ দিন শুধুই শোনা যাবে নচিকেতা ও এ-ফাইভ ব্যান্ডের গলায় মোহনবাগানের গান।

তার আগে একবার শুনে নিন সেই গান

(খেলার আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে)