মুম্বইকে হারাতে পারল না কলকাতা, এই নিয়ে টানা তিন মরসুম

মুম্বইকে হারাতে পারল না কলকাতাহতাশ জুহি, খুশি নীতা, মাঝে সৌরভ।

জাস্ট দুনিয়া ব্যুরো:‌‌‌‌‌‌ মুম্বইকে হারাতে পারল না কলকাতা, এই নিয়ে পর পর তৃতীয় মরসুম। মুম্বইয়ের কাছে টানা হারের মুখ দেখতে হল কলকাতাকে। ১১২৮ দিন আগে কলকাতা নাইট রাইডার্স শেষ হারিয়েছিল মুম্বইকে। আর মুম্বই সেই তিন বছর আগে থেকে শুরু করা জয়ের ধারা ধরে রাখল ২০১৯ এও। কলকাতাকে ইডেনের মাটিতে রীতিমতো নাস্তানাবুদ করে হারিয়ে দিল রোহিত শর্মার দল। যার ফলে প্রথম চারে ঢুকে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স।

শুরুটা ভাল না হলেও ধিরে ধিরে জয়ের রাস্তায় ফেরা মুম্বই এ বার কিন্তু সব দলের জন্যই ত্রাস সৃষ্টি করছে। কলকাতা নেমে গেল পাঁচে। ঈষান কিষানের ব্যাট যেভাবে থামান গেল না পীযুশ চাওলার দাপটে ঠিক তেমনই মুম্বই বোলারদের সামনে দাঁড়াতে পারলেন না কোনও কেকেআর ব্যাটসম্যান। ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৮ রানেই গুটি গেল শাহরুখ-জুহির স্বাদের কেকেআর। হতাশ মুখে দু’জনকেই দেখা গেল ইডেনের ভিআইপি গ্যালারিতে। মাঠের মধ্যে তখন উচ্ছ্বাস মিসেস আম্বানীর।

এ বার হোম অ্যান্ড অ্যাওয়ে দুটোতেই হারতে হল কলকাতাকে মুম্বইয়ের কাছে। কঠিন হয়ে গেল নক-আউট। কার্যত ছিটকেই গেল বলা যায়। মুম্বইয়ের কৃতিত্বটা অন্য জায়গায়। টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত ভরসা রাখল সেই ছেলেটির উপর যিনি তিনটি ডাক নিয়ে প্যাভেলিয়নে ফিরেছিলেন। টুর্নামেন্টের প্রথম সেশনে সাত ম্যাচে মুম্বইয়ে ঝুলিতে ছিল মাত্র দুটো জয়। কিন্তু তিন বারের চ্যাম্পিয়নরা কোথাও তো আলাদা। সেটা আবারও প্রমাণ হয়ে গেল। এই নিয়ে মরসুমে দুটো হাফ সেঞ্চুরিও হয়ে গেল ঈশানের।

মনসা মঙ্গল পালা গান গাওয়ার সময়েই সাপের কামড়ে মৃত অভিনেত্রী

টস জিতে ঘরের মাঠে ফিল্ডিং নিয়েছিলেন দীনেশ কার্তিক। শুরুটা করে দিয়েছিলেন সূর্যকুমার যাদব ৩৬ রান করে। এভিন লুইস (১৮) ভরসা দিতে না পারলেও তাঁর জায়গা নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেন স্বয়ং মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। সূর্যকুমার ফিরতেই মাঠে আসেন ঈশান কিষান। আর তাঁর ব্যাটেই লেখা হয়ে গিয়েছিল মুম্বইয়ের জয়ের কাহিনী। প্যাভেলিয়নে ফেরার আগে ২১ বলে তাঁর ৬২ রানের ইনিংস শেষ করে কেকেআর বোলারদের। ২১০-৬ এ থামে মুম্বই। কেকেআর এর হয়ে একমাত্র সফল বোলার পীযুশ চাওলা। তিন উইকেট নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে কলকাতার ব্যাক্তিগত সর্বোচ্চ রান ২১। ক্রিস লিন ও নীতিশ রানার ব্যাট থেকে আসে এই রান। এ দিন ব্যার্থ কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও (৫)। কেউই বড় রান করে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি মুম্বইকে। প্রায় পর পরই প্যাভেলিয়নে ফিরে যায় গোটা দল। কোনও ক্রণে ১০০ রানের গণ্ডি পেড়িয়েছিল। কিন্তু পুরো ওভারও টিকে থাকতে পারেনি দল। ১৮.১ ওভারে ১০৮ রানই অল-আউট হয়ে যায় কলকাতা। ১০২ রানে হারের মুখ দেখতে হয় হোম টিমকে। ম্যাচের সেরা হয়েছেন ঈশান কিষান।