চারে খেলুক ধোনি, পরামর্শ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের

এমএস ধোনি
জাস্ট দুনিয়া ডেস্ক:  চারে খেলুক ধোনি এই দাবি উঠছে অনেক ক্ষেত্র থেকেই। আফগানিস্তানের বিরুদ্ধে মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সমালোচনার জবাব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার তাঁকে ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরে তুলে আনার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স।

ভারতের বিশ্বকাপ দলে তামিলনাড়ুর অলরাউন্ডারকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে বিজয় শঙ্করের ওপর। চার নম্বরে তাঁকেই পাঠানো হচ্ছে ব্যাট করতে। যদিও মনে দাগ কাটার মতো পারফরমেন্স এখনও করতে পারেননি বিজয় শঙ্কর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যর্থ হতেই তাঁকে নিয়ে নানা মুনির নানা মত শোনা যাচ্ছে।

এ ব্যাপারে সব থেকে সরব নেটিজেনরা। সংখ্যাগরিষ্ঠের মত, বিজয় শঙ্কর হঠাও। পিছিয়ে নেই প্রাক্তন ক্রিকেটাররাও। তাঁদের কেউ কেউ বিজয়কে চার নম্বর থেকে সরিয়ে দেওয়ার পক্ষপাতী, কেউ আবার চাইছেন বিজয়কে যেন না সরানো হয়।

ডিন জোন্স মনে করছেন বিজয় শঙ্কর নন, চার নম্বরে ধোনিকে তুলে আনা উচিত। জোন্স বলেছেন, ‘‌ভারত এইমুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। কিন্তু চার নম্বর জায়গা নিয়ে চিন্তা থেকে যাচ্ছে। আমার তো মনে হয় সেখানে ধোনিরই খেলা উচিত।’‌ তাঁর আরও পরামর্শ, ‘‌(‌ভারতীয়)‌ দলে আসা উচিত রবীন্দ্র জাদেজার। এর ফলে স্পিনের অপশনও খুলে যাবে। তাছাড়া টুর্নামেন্ট যত গড়াবে, পিচও তত শুকনো হবে। এর ফলে ব্যাটিং অর্ডারের নীচের দিকে জাদেজা থাকলে সুবিধেই হবে।’‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

জোন্স এই কথাগুলো বলেছেন স্টার স্পোর্টস চ্যানেলে। সেখানেই ভারতের প্রাক্তন জোরে বোলার ইরফান পাঠান বলেছেন, চারে বিজয় শঙ্করকে সরিয়ে খেলানো হোক দীনেশ কার্তিককে। পাঠানের কথায়, ‘‌জানি, অনেকেই বলবেন জেতা দলই ধরে রাখা উচিত। কিন্তু বিজয় শঙ্কর এখনও পর্যন্ত কিছুই করেনি। সেমিফাইনালে পৌঁছে গেলে কিন্তু আরও উন্নত বোলিংয়ের বিরুদ্ধে খেলতে হবে। তখন কিছুতেই শুরুতে উইকেট হারানো ঠিক হবে না। তাই চার নম্বরে আমার পছন্দ দীনেশ কার্তিক।’‌

এই পরিস্থিতিতেই ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলিকে আর্জি জানালেন কেভিন পিটারসেন, ইংল্যান্ড ম্যাচে বিজয় শঙ্করকে বসিয়ে দেওয়া ঠিক হবে না। শনিবার ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের টুইট, ‘‌ডিয়ার বিরাট অ্যান্ড রবি— প্লিজ তোমরা বিজয় শঙ্করকে বসিয়ে দিও না। কালকের ম্যাচে তোমাদের জেতানোর যোগ্যতা ওর আছে, এটা আমি মনে করি।’‌

শিখর ধাওয়ান চোট পাওয়ায় পরিবর্ত হিসেবে ঋষভ পন্থকে নেওয়া হয়েছে। তাঁকে খেলানো নিয়েও কেউ কেউ মুখ খুলেছেন। কিন্তু কেপি জানিয়েছেন, ঋষভের এখনও প্রথম একাদশে ঢোকার সময় হয়নি।‌‌ ‌