মেসির হ্যাটট্রিক, বেটিসকে হারিয়ে ১০ পয়েন্টের ব্যবধানে শীর্ষ স্থান পোক্ত করল বার্সা

ব্রাজিল বনাম আর্জেন্তিনাব্রাজিল বনাম আর্জেন্তিনা

জাস্ট দুনিয়া ডেস্ক: মেসির হ্যাটট্রিক , আবারও সেই দুরন্ত মেসি। স্প্যানিশ লিগে আরও একটি হ্যাটট্রিক হয়ে গেল তাঁর। বার্সিলোনা ৪–‌১ ব্যবধানে হারাল রিয়েল বেটিসকে। প্রথমার্ধেই দু’টি গোল করেন তিনি। প্রথম গোল ১৮ মিনিটে, দ্বিতীয় গোল প্রথমার্ধ শেষ হওয়ার সামান্য আগে। ৬৩ মিনিটে ৩–‌০ করেন লুই সুয়ারেজ। মেসির হ্যাটট্রিক ও বার্সার শেষ গোল ৮৫ মিনিটে। রিয়েল বেটিসের গোলটি ৮২ মিনিটে। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট হল বার্সার। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ১০ পয়েন্টে এগিয়ে গেল তারা।

লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকের রেকর্ড ভাঙা মেসির এখন সময়ের অপেক্ষা। ৩৩টি হ্যাটট্রিক হল তাঁর। আর ১টি হ্যাটট্রিক করলেই তিনি ধরে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৩৪টি হ্যাটট্রিকের রেকর্ড। মেসির পারফরমেন্সে মুগ্ধ বেটিস সমর্থকেরাও। বেটিসের ঘরের মাঠ বেনিতো ভিলামারিন স্টেডিয়ামের দর্শকদের মুখে ছিল ‘‌মেসি মেসি’‌ চিৎকার। বিপক্ষ সমর্থকদের এই আচরণে মুগ্ধ মেসি নিজেও।

বলেন, ‘‌সত্যি বলছি, আগে এরকম হয়েছে কি না মনে করতে পারছি না।’‌ নিজের পারফরমেন্স নিয়ে একেবারেই উচ্ছ্বসিত নন মেসি। বরং তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ বার্সার জয়। বলেন, ‘বেশি গুরুত্বপূর্ণ হল ৩ পয়েন্ট। আগের দিন অ্যাটলেটিকো হেরেছিল। এই সুযোগে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়াটা জরুরি ছিল। তবে একটা কথা মাথায় রাখছি, এখনও লিগের ফয়সালা হয়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে। এখনও অনেক পয়েন্টের খেলা বাকি আছে। একটু এদিক–‌ওদিক হলেই অনেক কিছু হয়ে যেতে পারে।’‌

চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি, আই লিগের পর এ বার আইএসএলও

তবে মেসির দরুন্ত পারফরমেন্স, লিগ জয়ের পথে অনেকটা এগিয়ে যাওয়া— এসবের মধ্যেও বার্সিলোনার কাছে খারাপ খবর হল, সুয়ারেজের গোড়ালির চোট। তাঁকে অন্তত দু’‌সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আপাতত তিনি বার্সিলোনাতেই থাকবেন। সেখানেই তাঁর রিহ্যাবের কাজ চলবে।

ফ্রেঞ্চ লিগে দারুণ ফর্মে রয়েছে প্যারিস সাঁজাঁ। তারা ৩–‌১ ব্যবধানে হারাল মার্সেইকে। অ্যাঞ্জেল ডিমারিয়ার জোড়া গোল। প্রথম গোল এমবাপের। মার্সেইয়ের গোল ভালেরি জাঁর।

ইতালি লিগে ইন্টার মিলান ৩–‌২ হারাল এসি মিলানকে। ভেসিনো, দিভ্রিজ, মার্টিনেজ ইন্টারের হয়ে গোল করেন। এসি মিলানের গোল বাকাইয়োকো, মুসাচিওর। তবে ইতালি লিগে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান ডেভিড অসপিনা। আর্সেনাল থেকে তাঁকে লিয়েনে নিয়েছে নাপোলি। উদিনেসের বিরুদ্ধে ম্যাচে পুসেতোর সঙ্গে জোর ধাক্কা লাগে অসপিনার। এতে মাথায় চোট পান তিনি। সঙ্গে সঙ্গে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানে তিনি ভর্তি রয়েছেন। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ক্যান রিপোর্টে কিছু পাওয়া যায়নি। ফলে তাঁর চোট গুরুতর নয়।

বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখ ৬–‌০ ব্যবধানে হারাল মেইঞ্জকে। হামেস রডরিগেজ হ্যাটট্রিক করেন। বাকি তিনটি গোল লেওয়ানডস্কি, কোম্যান ও ডেভিসের। গ্রিক লিগে ব্যাপক ঝামেলা হল প্যানাথিনাইকোস ও অলিম্পিয়াকোস ম্যাচ ঘিরে। শেষ পর্যন্ত ম্যাচ করা সম্ভব হয়নি। স্টেডিয়ামের ভেতর অলিম্পিয়াকোসের রিজার্ভ বেঞ্চের ওপর প্রথমে আক্রমণ করে প্রায় ৩০ জন প্যানাথিনাইকোস সমর্থক। এরপর উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। ঝামেলা সামলানোর জন্য পুলিসকে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। এরপর রেফারি নিরাপত্তার অভাবে খেলা বন্ধ করে দেন।‌‌‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)