অবসর মহম্মদ হাফিজের, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিতে নেমে হতাশ তিনি

অবসর মহম্মদ হাফিজের

জাস্ট দুনিয়া ডেস্ক: অবসর মহম্মদ হাফিজের ।পাকিস্তানের সেন্ট্রাল চুক্তিতে এ বার অনেক ওঠাপড়া হয়েছে। কেউ উঠেছেন, কেউ নেমে গিয়েছেন। ৩৩ জন ক্রিকেটারকে সেন্ট্রাল চুক্তি আওতায় নেওয়া হয়েছে। যেখানে টাকার পরিমাণ বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশর মতো। বাড়ানো হয়েছে একটি ক্যাটাগরিও। যেখানে রাখা হয়েছে ডোমেস্টিক ও জুনিয়র ক্রিকেটারদের। আগে ছিল চারটি ক্যাটাগরি এ, বি, সি ও ডি। এ বার তাতে যুক্ত করা হয়েছে ই ক্যাটাগরিও। কিন্তু এই সেন্ট্রাল চুক্তি থেকে নেমে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিলেন পাকিস্তানের নাম করা ব্যাটসম্যান মহম্মদ হাফিজ।

৩৭ বছরের হাফিজ ছিলেন পিসিবি-র টপ ক্যাটাগরিতে। কিন্তু তাঁকে সরিয়ে সেই জায়গায় নিয়ে আসা হয় বাবর আজমকে। আর তাঁকে এ ক্যাটাগরি থেকে নামিয়ে দিয়ে দেওয়া হয় বি ক্যাটাগরিতে। হাফিজ দেশের জার্সিতে খেলেছেন ৫০টি টেস্ট, ২০০টি ওয়ান ডে ও ৮৩টি টি২০। ২০০৩ থেকে দেশের জার্সিতে খেলছেন তিনি। হাফিজের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, হাফিজ এই পরিবর্তনে খুব হতাশ হয়ে পড়েছেন। তাঁর মনে হয়েছে এটা পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত হয়েছে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে গত মাসে হাফিজ পঞ্চম ম্যাচটি খেলতে রাজি হননি। কারণ প্রথমে তাঁকে প্রথম চার ম্যাচের জন্য দলে রাখা হয়েছিল। এর কারণে হাফিজের সঙ্গে বোর্ডেরও সাময়িক তিক্ততা তৈরি হয়েছিল। হয়ত তারই প্রভাব পড়েছে সেন্ট্রাল চুক্তিতে। সেন্ট্রাল চুক্তির এ, বি ক্যাটাগরিতে আগের মতই রয়েছে ছ’জন। সি ক্যাটাগরিতে রয়েছে ন’জন। ডি ক্যাটাগরিতে রয়েছে পাঁচজন। ই ক্যাটারিতে রয়েছেন সাত জন।

প্রথম টেস্টে চার দিনেই হার ভারতের

কে আছেন কোন চুক্তিতে

ক্যাটাগরি এ: আজহার আলি, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, মহম্মদ আমির।

ক্যাটাগরি বি: ফখর জামান, ফাহিম আশ্রাফ, শাদাব খান, আসাদ শফিক, মহম্মদ হাফিজ, হাসান আলি।

ক্যাটাগরি সি: ওয়াহাব রিয়াজ, শান মাসুদ, হরিস সোহেল, ইমাম-উল-হক, মহম্মদ নওয়াজ, উসমান শিনওয়ারি, ইমাদ ওয়াসমিন, জুনেইদ খান, মহম্মদ আব্বাস।

ক্যাটাগরি ডি: রুম্মান রইস, আসিফ আলি, উসমান সালাহউদ্দিন, হুসেন তলত, রাহাত আলি।

ক্যাটাগরি ই: বিলাল আসিফ, সাদ আলি, মীর হামজা, উমেদ আসিফ, মহম্মদ রিজওয়ান, সাহিবজাদা ফারহান, শাহিন শাহ আফ্রিদি।

ক্যাটাগরিতে যাঁরা নামলেন: মহম্মদ হাফিজ (এ থেকে বি), রাহত আলি (সি থেকে ডি), ইমাদ ওয়াসিম (বি থেকে সি), আহমেদ শেহজাদ (সেন্ট্রাল চু্ক্তি থেকেই বাইরে)।

ক্যাটাগরিতে যাঁরা উঠলেন: বাবর আজম (বি থেকে এ), ফাহিম আশ্রফ (ডি থেকে বি), ফখর জামান ( সি থেকে বি), শাদাব খান (সি থেকে বি), ইমাম-উল-খান (ডি থেকে সি)।