Jhulan Goswami-র শেষ ম্যাচ, আবেগে কেঁদে ফেললেন হরমনপ্রীত

Jhulan Goswami

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতীয় পেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami) এই মুহূর্তে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। ২০৪টি ওয়ানডে, ৬৮টি টি২০ এবং ১২টি টেস্ট খেলার পর তিনি তাঁর কেরিয়ারের ইতি টানতে চলেছেন এই ম্যাচ শেষেই। তাঁর নামের পাশে ইতিমধ্যেই রয়েছে ৩৫৩ উইকেট, যা মহিলাদের ওয়ানডে-তে একজন বোলারের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ও শেষ ওডিআইয়ের টসের আগে, পুরো ভারতীয় দল সতীর্থ ঝুলন সম্পর্কে তাঁদের মতামত দেন।

সিনিয়র সতীর্থ সম্পর্কে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ঝুলন গোস্বামীর নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হরমনপ্রিতের। আর সেই হরমনপ্রীতের অধিনায়কত্বেই অবসর নিতে চলেছেন ঝুলন। অদ্ভুত এক সময়ের বদল। এদিন সেই কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন হরমনপ্রীত। জরিয়ে ধরেন প্রিয় সিনিয়র, সতীর্থকে। এদিন টস করতেও ঝুলনকে সঙ্গে নিয়েই নেমেছিলেন হরমনপ্রীত। ঝুলনকে এগিয়ে দিয়ে নিজে দূরে দাঁড়িয়েছিলেন। শেষ বেলায় সতীর্থদের কাছ থেকে ভালবাসা নিয়েই মাঠে নামলেন তিনি।

৩৫৩ উইকেটের রেকর্ডের পাশাপাশি ঝুলনের ঝুলিতে রয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ ৪৩ উইকেটের রেকর্ডও। সঙ্গে রয়েছে মহিলাদের তিনটি এশিয়া কাপ। সঙ্গে ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপ ফাইনালিস্ট ভারতীয় দলের অন্যতম সদস্য। তৃতীয় টেস্ট খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে নিজের জার্নির কথা শোনান। তিনি বলেন, ‘‘যখন শুরু করেছিলাম তখন ভাবিনি এতদিন খেলব। অসাধারণ অভিজ্ঞতা। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আর শিখেছি।’’

মিতালী যে তাঁর সব থেকে প্রিয় বন্ধু সেটাও যেতে যেতে মনে করিয়ে দেন। বলেন, ‘‘আমি আর মিতালী অনূর্ধ্ব-১৯ থেকে এক সঙ্গে ভারতের হয়ে খেলছি। আমাদের মাঠ ও মাঠের বাইরে অসাধারণ সম্পর্ক। যা ভারতীয় দলকে একটা অন্য রূপ দিয়েছে। আগে যা ছিল এখন সেটা একদম আলাদা। আমরা বিশ্বাস করতাম আমাদের দল বিশ্বের ৩-৪ নম্বর দলের মধ্যে থাকবে। আমরা দীর্ঘ সময় কাটিয়েছি আলোচনা করে। আমরা অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের সব সময় নিজেদের ক্ষমতার উপর আস্থা ছিল।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle