ডার্বি ড্র, মরসুমের প্রথম বড় ম্যাচে হতাশ সমর্থকেরা, উজ্জ্বল নক্ষত্র জনি আকোস্তা

ডার্বিডার্বি

জাস্ট দুনিয়া ডেস্ক: ডার্বি ড্র হয়ে গেল। যুবভারতীতে মরসুমের প্রথম ডার্বিতে কেউই জয়ী হতে পারল না। প্রথমে দু’গোলে এগিয়ে ছিল মোহনবাগান। ইস্টবেঙ্গল দু’গোলে পিছিয়ে পড়েও দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে আনল।

রবিবার ডার্বি ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হয়েছিল। প্রথম আধ ঘণ্টার মধ্যে দু’গোল করে মোহনবাগান। প্রথম গোলটি তারা খেলা শুরু হওয়ার ১৯ মিনিটের মধ্যেই করে। গোলদাতার নাম পিন্টু মাহাত।

তার পরের গোলটি হয় ২৯ মিনিটের মাথায়। গোলদাতা হেনরি কিসেক্কা। কিন্তু, প্রথমার্ধের খেলার একেবারে শেষ মুহূর্তে এক গোল শোধ করে দিলেন জনি আকোস্তা। কোস্টা রিকার এই বিশ্বকাপারের এটাই প্রথম ডার্বি। বিরতির সময়ে মোহনবাগান ২, ইস্টবেঙ্গল ১।

এর পর চতুর্থ গোলটি হয় ৬১ মিনিটে। ফের ইস্টবেঙ্গল। এ বার গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনলেন লালডানমাইয়া। ম্যাচের ৫৩ মিনিটে মেহতাব হোসেন নেমে ছিলেন শিলটন ডি সিলভার জায়গায়। কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মেহতাবকে। এ দিনের ডার্বি-তে হলুদ কার্ড দেখেন মোহনবাগানের শিল্টন পাল এবং ইস্টবেঙ্গলের আল আমনা।

সেক্টর ফাইভ কর্মীদের জন্য সুখবর

মরসুমের প্রথম ডার্বি আসলে তাঁরও প্রথম। তিনি জনি আকোস্তা। প্রথমার্ধের ইনজুরি টাইমে তিনিই ম্যাচে ফেরালেন ইস্টবেঙ্গলকে। আর সেই প্রথম ম্যাচেই লাল-হলুদ জনতার হৃদয় জিতে নিলেন আকোস্তা।

ডার্বি ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হয়েছিল।

প্রথম আধ ঘণ্টার মধ্যে দু’গোল করে মোহনবাগান।

প্রথম গোলটি তারা খেলা শুরু হওয়ার ১৯ মিনিটের মধ্যেই করে।

তার পরের গোলটি হয় ২৯ মিনিটের মাথায়।

কিন্তু, প্রথমার্ধের খেলার একেবারে শেষ মুহূর্তে এক গোল শোধ করে দিলেন জনি আকোস্তা

বিরতির সময়ে মোহনবাগান ২, ইস্টবেঙ্গল ১।

মরসুমের প্রথম ডার্বি আসলে জনি আকোস্তারও প্রথম।

প্রথমার্ধের ইনজুরি টাইমে তিনিই ম্যাচে ফেরালেন ইস্টবেঙ্গলকে।

আর সেই প্রথম ম্যাচেই লাল-হলুদ জনতার হৃদয় জিতে নিলেন আকোস্তা।

এর পর চতুর্থ গোলটি হয় ৬১ মিনিটে। ফের ইস্টবেঙ্গল।

এ বার গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনলেন লালডানমাইয়া।

ম্যাচের ৫৩ মিনিটে মেহতাব হোসেন নেমে ছিলেন শিলটন ডি সিলভার জায়গায়।

কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়তে হয় মেহতাবকে।

এ দিনের ডার্বি-তে হলুদ কার্ড দেখেন মোহনবাগানের শিল্টন পাল এবং ইস্টবেঙ্গলের আল আমনা।