কলকাতা নাইট রাইডার্স জয়ে ফিরল, টিকে থাকল আশা

কলকাতা নাইট রাইডার্সজযোল্লাস.... ছবি-টুইটার

জাস্ট দুনিয়া ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত জয়ে ফিরল। আর মরসুমের সব থেকে বেশি রানও এল কলকাতার ব্যাট থেকে। যা তাড়া করে জয়ের লক্ষ্যে পৌঁছতে পারল না কিংস একাদশ পাঞ্জাব। পর পর হেরে প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কেকেআর-এর। এই ম্যাচ জিততেই হত। যদিও নক-আউটের জন্য অনেক কিছুর উপর নির্ভর করে থাকতে হবে। তবুও জয়টা গুরুত্বপূর্ণ। সেটাই ইনদৌরে তুলে নিল দীনেশ কার্তিকের দল।

টস জিতে এ দিন কলকাতাকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিংস অধিনায়ক। শুরু থেকেই কলকাতাকে পাওয়া যায় বিধ্বংসী মুডে। শনিবার ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে ফিরেছিলেন সুনীল নারিন। কিন্তু ক্রিস লিন বেশিক্ষণ ক্রিজে থেকে ভরসা দিতে না পারলেও ততক্ষণে ভিত তৈরি হয়ে গিয়েছে কলকাতার। ২৭ রানে যখন লিন প্যাভেলিয়নে ফিরলেন তখন কলকাতার রান ৫৩। এর পর রবিন উথাপ্পাকে সঙ্গে নিয়ে সুনীল নারিনের দুরন্ত ব্যাটিং চলে ১১ ওভার পর্যন্ত।

স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ, একটা স্বপ্ন দেখা যেতেই পারে

৩৬ বলে ৭৫ রান করে নারিন আউট হওয়ার সময় কলকাতা পৌঁছে গিয়েছে ১২৮ রানে। এই ইনিংসে নারিন ৯টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাঁকান। উথাপ্পা আউট হন ২৪ রান করে। এর পর কেকেআর ব্যাটিংয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন আন্দ্রে রাসেল ও স্বয়ং অধিনায়ক কার্তিক। রাসেল ১৪ বলে করেন ৩১ রান। ৩টি ছক্কাও হাঁকান। কার্তিক আবার ব্যাট হাতে সচল। ২৩ বলে এক অসাধারণ বাফ সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। নীতিশ রানা ১১ রানে আউট হওয়ার পর কলকাতাকে ২৪৫-৫এ নিয়ে যান শুবমন গিল ও সেলার্স।

পাঞ্জাবের হয়ে ৪টি উইকেট নেন অ্যান্ড্রু টাই।জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২১৪ রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। শুরুটা ভালই করে দিয়েছিলেন লোকেশ রাহুল। ওপেন করতে নেমে ২৯ বলে যে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি তাতে ছিল ৭টি ছক্কা। কিন্তু ক্রিস গেই ফিরে যান ২১ রানেই। মায়াঙ্ক আগরওয়াল খাতাই খুলতে পারেননি করুণ নায়ারের সংগ্রত মাত্র ৩ রান। এর পর কিছুটা ভরসা দেন অ্যারন ফিঞ্চ (৩৪) ও রবিচন্দ্রন অশ্বিন (৪৫)। একটা সময় মনেই হচ্ছিল হয়ত লক্ষ্যে পৌঁছে যাবে পাঞ্জাব। কিন্তু রাসেল প্রসিধদের বোলিংয়ের দাপটে তেমনটা আর হয়নি।ম্যাচের সেরা হয়েছেন সুনীল নারিন।

দেখুন উইকেট নেওয়ার পর রাসেলের উচ্ছ্বাস