কপিল দেব বললেন, চাই, হার্দিক আমার থেকেও বড় অলরাউন্ডার হয়ে উঠুক

কপিল দেব

জাস্ট দুনিয়া ডেস্ক: কপিল দেব প্রশংসায় ভরালেন হার্দিককে। হার্দিক পান্ডিয়া ক্রমশই ব্যাটিং অলরাউন্ডার হয়ে উঠছেন। এমনই মনে করেন কপিল দেব। চান, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও মন দিক হার্দিক। অলরাউন্ডার হিসেবে তাঁকে ছাঁপিয়ে যাক।

কপিলদেব বলেছেন, ‘‌তুলনা করার এটা সময় নয়। হার্দিককে খেলতে দিন। ও প্রতিভাবান। আমরা সবাই জানি। হ্যাঁ, চাই ও আমার থেকেও বড় অলরাউন্ডার হয়ে উঠুক। তবে একজন অলরাউন্ডারের দায়িত্ব ব্যাটে–বলে ছাপ রাখা। হার্দিক ব্যাটিং অলরাউন্ডার, সেটা বুঝতে পারছি। তবে বলটাও তো করতে হবে?‌ বোলিংয়ে উন্নতি দরকার। তবে ও টিমম্যান। যেটা দলের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’‌

শিখর ধাওয়ানের আঙুলে চোট নিয়ে প্রশ্ন করতে কপিলদেব বলেছেন, ‘‌শিখরের আর ভারতীয় দলের জন্য খারাপ লাগছে। কিন্তু চোট–আঘাতের ওপর তো কারও হাত নেই?‌ আমি ইতিবাচকভাবেই ভাবতে চাই। শিখরের জায়গায় যে–ই খেলুক, চাইব ওর থেকেও যেন ভাল খেলে।’‌

রবিবার মুখোমুখি ভারত–পাকিস্তান। কী হবে?‌ দেশের প্রাক্তন অধিনায়কের মতে, ‘‌দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যেভাবে লড়াকু ক্রিকেট খেলেছে, মনে হচ্ছে, সেভাবেই বাকি ম্যাচগুলোতেও খেলবে। আমি যখন ক্রিকেট খেলতাম, পাকিস্তানকে সবসময় ফেবারিট বলা হত। এখন ভারত অনেক এগিয়ে। তাই রবিবার ভারতই ফেবারিট।’‌

এখন পর্যন্ত বিশ্বকাপের ম্যাচ দেখে কেমন লেগেছে?‌ কপিলদেব বলেছেন, ‘‌ইংল্যান্ডের পিচ বড্ড পাটা হয়ে গেছে। সামান্য ঘাস থাকলেও, বিলেতে ২৫০ রান তোলা কঠিন হয়ে যায়। জানি, লোকে চার, ছয় দেখতে ভালবাসেন। তবে চাইব, পিচ যেন ৬০ শতাংশ ব্যাটসম্যানদের এবং ৪০ শতাংশ বোলারদের সহায়ক হয়।’‌ ‌‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)