পরের রাউন্ডে জাপান, শেষ ষোলোয় কলম্বিয়া-ইংল্যান্ড-বেলজিয়াম

পরের রাউন্ডেপরের রাউন্ডে

জাস্ট দুনিয়া ডেস্ক: পরের রাউন্ডে যেতে না পারলেও জয়ের মুখ দেখল পোল্যান্ড। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে জাপানকে এক গোলে হারিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিল রবার্ট লেয়নডস্কির দল। গ্রুপ ‘এইচ’-এর প্রথম দু’টি ম্যাচে হেরে যাওয়ায় এমনিই ছিটকে গিয়েছিল পোল্যান্ড। এই পরিস্থিতিতে তাদের কাছে শেষ ম্যাচটা ছিল সম্মান রক্ষার। আর সেই সম্মান রক্ষার লড়াইতেই জাপানকে হারাল পোল্যান্ড।

জাপানের বিরুদ্ধে পোল্যান্ডের হয়ে এক মাত্র গোলটি করেন জেন বেডনারেক। জাতীয় দলের জার্সিতে এটিই তাঁর প্রথম গোল। এই ম্যাচে হারলেও ভগবানের আশীর্বাদ এবং ভাগ্যের সহযোগীতায় শেষ ষোলোয় পৌঁছল জাপান। ম্যাচ শেষে গোল পার্থক্য, গোল হজম এবং গোল করার বিচারে একই বিন্দুতে ছিল জাপান এবং সেনেগাল। কিন্তু ফিফার ফেয়ার প্লে-এর নিয়ম অনুযায়ী পরের রাউন্ডে গেল জাপান। গ্রুপের তিনটি ম্যাচে মোট চারটি হলুদ কার্ড দেখে ব্লু সামুরাইরা। সেখানে সেনেগালের মোট হলুদ কার্ড সংখ্য ছয়টি।

জাপানের পাশাপাশি গ্রুপ শীর্ষ থেকে পরের রাউন্ডে গেল কলম্বিয়া। দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করে হামেজ রডরিগেজের দল।

এই দিন গ্রুপ ‘জি’-এর অপর দু’টি খেলায় ইংল্যান্ডকে এক গোলে হারিয়ে দেয় বেলজিয়াম। এ দিনের ম্যাচের গুরুত্ব বিশেষ না থাকায় দ্বিতীয় সারির দল নামিয়েছিল ইংল্যান্ড।

দ্বিতীয় সারির দল নামালেও এই ম্যাচ জিততেই পারত ইংল্যান্ড। কিন্তু রাশফোর্ড এদিন যে সুযোগগুলি মিস করে তা চোখে যেত না। আর এরই কারণে শেষ ম্যাচে ফাঁকা হাতে ফিরতে হল ইংল্যান্ডকে।

এই গ্রুপেরই অপর ম্যাচে পানামাকে ২-১ গোলে হারিয়ে দেয় তিউনিসিয়া।

শেষ ষোলোর ম্যাচে জাপানের মুখোমুখি হবে বেলজিয়াম এবং ইংল্যান্ড মুখোমুখি হবে কলম্বিয়ার।