কেকেআর ৩৪ রানে মুম্বইকে হারিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল

প্লে-অফের আরও কাছে কেকেআরশুবমানের ব্যাটে বাজিমাত কলকাতার। ছবি: কেকেআর-এর ফেসবুক

জাস্ট দুনিয়া ডেস্ক: কেকেআর হারিয়ে দিল মুম্বইকে। টানা ছয় ম্যাচ হার প্লে-অফের লড়াই থেকে প্রায় ছিটকেই দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। আবার স্বমহিমায় ফিরে এল কলকাতা। মুম্বইকে হারিয়ে দিল ৩৪ রানে। সেই ব্যর্থতা যা হাল ছেড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কলকাতার দলের জন্য। কিন্তু এটাকেই অস্ত্র করে ঘুরে দাঁড়াল শাহরুখ খানের দল। শুধু ঘুরে দাঁড়াল না এই আইপিএল-এর সেরা পারফর্মেন্সের মধ্যে একটিও দিয়ে ফেললেন তাঁরা।

আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিং দেখেছে আইপিএল ২০১৯। সেটা নতুন কিছু নয়। কিন্তু এ ভাবে ব্যাট হাতে প্রথম তিন ব্যাটসম্যানের বিধ্বংসী ইনিংস দেখা যায়নি। যার ফলে বড় রানের লক্ষ্যমাত্র রাখতে সক্ষম হয়েছিল কলকাতা। যার কাছে পৌঁছতে পারল না মুম্বই।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমেছিল কলকাতা। এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হত নাইটদের। হয়তো সেই মন্ত্র নিয়েই নেমেছিলেন কলকাতার দুই ওপেনার শুবমান গিল ও ক্রিস লিন। ২৯ বলে ৫৪ রান করে আউট হন ক্রিস লিন। শুবমান গিল ৪৫ বলে করেন ৭৬। দুই ওপেনারের দাপট দেখে সুযোগের সদ্ব্যবহারই করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। যে কারনে আন্দ্রে রাসেলকে তিন নম্বরে নামিয়ে দেওয়া হয় আগে ভাগেই।

আইপিএল ২০১৯ ফাইনাল ১২ মে চেন্নাই থেকে সরে হায়দ্রাবাদে

৯.৩ ওভারে যখন কলকাতার প্রথম উইকেট হিসেবে প্যাভেলিয়নে ফেরেন ক্রিস লিন তখন কলকাতার রান ৯৬। বিধ্বংসী মেজাজে থাকা শুবমানের সঙ্গে জুড়ে দেওয়া হয় আরও এক বিধ্বংসী ব্যাটসম্যানকে। তিনি নেমেই খেল দেখাতে শুরু করেন। শুবমান গিল যখন আউট হন তখন ১৫.২ ওভারে কলকাতার রান ১৫৮।

বাকি কাজটি করে দেন রাসেল। উল্টোদিকে উইকেট ধরে রাখার কাজটি করে যান অধিনায়ক দীনেশ কার্তিক। সাত বলে ১৫ রান করেন তিনি। ৪০ বলে ৮০ রান করেন আন্দ্রে রাসেল। অপরাজিত থাকেন দু’জনই। ২০ ওভারে কলকাতা থামে ২৩২-২-এ।

জবাবে ব্যাট করতে নেমে প্যাভেলিয়নে ফেরার প্রতিযোগিতায় মাতেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা। দুই ওপেনার কুইন্টন ডে কক ০ ও রোহিত শর্মা ১২ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। এর পর ১৫ রানে এভিন লুইস, ২৬ রানে সূর্যকুমার যাদব, ২০ রানে কেরন পোলার্ড আউট হয়ে গেলে মুম্বই ব্যাটিংয়ের হাল ধরেন হার্দিক পাণ্ড্যে। একটি উইকেটের সঙ্গে ৩৪ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু জয় এনে দিতে পারেননি দলকে। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৮ রানেই থামতে হয় মুম্বইকে।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্ক)