চোট মেসির, মরক্কো ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগেও অনিশ্চিত

FIFA World Cup 2022

জাস্ট দুনিয়া ডেস্ক: চোট মেসির , যার ফলে বড় সমস্যায় দেশের সঙ্গে সঙ্গে ক্লাবও। বিশ্বকাপের পর নয় মাসের বিরতি নিয়ে জাতীয় দলে ফিরেই হারের সম্মুখীন হলেন। প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১–‌৩ ব্যবধানে হেরে গেল আর্জেন্টিনা। সমস্যার এখানেই শেষ নয়। আবার কুঁচকিতে চোট পেলেন মেসি। এর ফলে সোমবার মরক্কোর বিরুদ্ধে আর্জিন্টিনার ম্যাচ থেকে ছিটকে তো গেলেনই, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।

১০ এপ্রিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচ রয়েছে বার্সিলোনার। তার চার দিন আগে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গেও ম্যাচ রয়েছে বার্সার। এই দুটি ম্যাচেই অনিশ্চিত হয়ে পড়েছেন মেসি। বার্সিলোনার তরফ থেকে এক বিবৃতিতে অবশ্য শুধু এটুকুই জানানো হয়েছে যে, মরক্কোর বিরুদ্ধে ম্যাচে মেসি খেলতে পারবেন না।

আর্জেন্টিনার বিশ্বকাপের দল থেকে মেসি ছাড়া এই দলে আর মাত্র তিন জন ছিলেন। কিন্তু লিওনেল সালোনির দল একেবারেই দানা বাঁধতে পারেনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সবার নীচে শেষ করেছিল ভেনেজুয়েলা। তারাই শুক্রবার আর্জেন্টিনাকে নাকানি–‌চোবানি খাওয়াল। মেসিকে বারবার বলের দখল নিতে নীচে নেমে আসতে হয়। বিশেষ করে বাঁদিকে অ্যাঞ্জেল ডিমারিয়ার অভাব বারবার বোধ হয়েছে। চোটের জন্য এই ম্যাচে তিনি খেলতে পারেননি।

মেসির হ্যাটট্রিক, বেটিসকে হারিয়ে ১০ পয়েন্টের ব্যবধানে শীর্ষ স্থান পোক্ত করল বার্সা

প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ৬ মিনিটে সলোমন রনডনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ৩৮ মিনিটে গোল শোধের সুযোগ এসেছিল মেসির সামনে। কিন্তু পাস বাড়ানোর জন্য সামনে কাউকে তিনি পাননি। ৪৪ মিনিটে জন মুরিলো ভেনেজুয়েলার দ্বিতীয় গোল করেন। ৫৯ মিনিটে আর্জেন্টিনা একটি গোল শোধ করে। গোল করেন লাউতারো মার্টিনেজ। ৭৫ মিনিটে জোসেফ মার্টিনেজ পেনাল্টি থেকে ভেনেজুয়েলার শেষ গোল করেন।‌‌

‌অন্য প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতল ইংল্যান্ড, ফ্রান্স। আটকে গেল পর্তুগাল। ইংল্যান্ড ৫–‌০ হারাল চেক প্রজাতন্ত্রকে। ফ্রান্স ৪–‌১ ব্যবধানে হারাল মলডোভাকে। ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করল পর্তুগাল।

ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেন রাহিম স্টার্লিং। ২৪ মিনিটে তিনি প্রথম গোল করেন। প্রথমার্ধে আর একটিই গোল হয়। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হ্যারি কেন। দ্বিতীয়ার্ধে ৬২ ও ৬৮ মিনিটে পরপর দুটি গোল করেন স্টার্লিং। ৮৪ মিনিটে কালাস নিজের গোলে বল ঢুকিয়ে দেন। এই ম্যাচে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভেঙে দেন ক্যালাম হাডসন ওডই। ১৮ বছর ১৩৫ দিন বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক হল তাঁর। তিনিই ইংল্যান্ডের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেক হওয়ার রেকর্ড গড়লেন। ভাঙলেন ১৯৫৫ সালে করা ডানকান এডওয়ার্ডসের রেকর্ড। ১৮ বছর ১৮৩ দিন বয়সে অভিষেক হয়েছিল এডওয়ার্ডসের।

ফ্রান্স ৪–‌১ ব্যবধানে হারায় মলডোভাকে। প্রথমার্ধেই ৩ গোল দিয়ে দেয় ফ্রান্স। ২৪, ২৭ ও ৩৬ মিনিটে গোল করেন গ্রিজম্যান, ভারানে এবং জিরৌড। ৮৭ মিনিটে ফ্রান্সের শেষ গোল এমবাপের। ৮৯ মিনিটে অ্যামব্রোস একটি গোল শোধ করেন। অন্য ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুরু থেকে শেষ পর্যন্ত খেলা সত্ত্বেও ইউক্রেনের বিরুদ্ধে গোলের মুখ খুলতে পারেনি পর্তুগাল।

‌(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)