প্যারালিম্পিক শুটিংয়ে দ্বিতীয় সোনা মণীশ নারওয়ালের, রুপো সিংহরাজের

প্যারালিম্পিক শুটিংয়ে দ্বিতীয় সোনা

জাস্ট দুনিয়া ডেস্ক: প্যারালিম্পিক শুটিংয়ে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে। অবনী লেখারার পর সোনা জিতলেন মণীশ নারওয়াল। একই দিনে শুটিংয়ে রুপো জিতলে‌ সিংহরাজ আধানা। মণীশ সোনা জিতলে‌ পি৪-মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ফাইনালে। শনিবার আসাকা শুটিং রেঞ্জে আবার বাজল জাতীয় সঙ্গীত। ১৯ বছরের মণীশ প্যারালিম্পিকে রেকর্ড তৈরি করেই সোনা জিতলেন। তিনি ২১৮.২ পয়েন্ট তুলে নেন। একই দিনে ব্যক্তিগত দ্বিতীয় পদক জিতে নিলেন সিংহরাজ  আধানা। একই বিভাগে তিনি ২১৬.৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হলেন। ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলস এসএল৩ বিভাগে সোনা জিতলেন প্রমোদ ভাগত। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনোজ সরকার।

এদিন শুটিংয়ে দুই ভারতীয়ের মধ্যে সিংহরাজই শুরুতে সোনার স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। প্রথম ১০ শটে তিনি ৯২.১ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। যোগত্যা নির্ণায়ক পর্বে মণীশ শেষ করেছিল সপ্তমে। ফাইনালের শুরুটা যদিও তাঁর ভাল হয়নি। প্রথম কম্পিটিশন স্টেজে তিনি ৮৭.২ পয়েন্টই তুলতে সক্ষম হন। ইলিমিনেশন পর্বে চিনের প্রতিযোগীর বিরুদ্ধে দুরন্ত লড়াই চলে দুই ভারতীয় আর সেটাই তাঁদের দু’জনের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়য়

১৮তম শটের পর মণীশ চতুর্থ স্থানে নেমে যান।  কিন্তু ১৯ ও ২০তম শটে দারুণভাবে কামব্যাক করেন তিনি। ১০.৮ ও ১০.৫ পয়েন্ট নিয়ে সিংহরাজকে পিছনে ফেলে দেন। শেষ দুটো শটে মণীশ যেখানে শেষ করেন ৮.৪ ও ৯.১-এ সখানে সিংহরাজ শেষ করেন ৮.৫ ও ৯.৪-এ। কিন্তু মোট পয়েন্টে শীর্ষে শেষ করেন মণীশ।

এদিন ব্যাডমিন্টনে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বিকে ২১-১৪, ২১-১৭ সেটে হারিয়ে দেন প্রমোদ। তাঁর হাত ধরে দিনের দ্বিতীয় সোনাটি চলে এল ভারতের ঘরে। এই একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে নিলেন মনোজ সরকার। তিনি হারান জাপানের ডাইসুকেকে। যাঁকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন প্রমোদ। তাঁর পক্ষে খেলার ফল ২২-২০, ২১-১৩। এদিন আরও বেশ কিছু পদক নিশ্চিত হল ভারতের। ব্যাডমিন্টন মেনস সিঙ্গলস (এসএইচ৬) ফাইনালে পৌঁছলেন কৃষ্ণা নাগার। যার ফলে তাঁর রুপো নিশ্চিত হয়ে গেল। সেমিফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষ ক্রিস্টিন কোম্বসকে ২১-১০, ২১-১১-তে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। ফাইনালে রবিবার তাঁকে খেলতে হবে হংকংয়ের চু ম্যান কাইয়ের বিরুদ্ধে।

টোকিও ২০২০ প্যারালিম্পিকে ভারতের পদক


  • ভাবিনা প্যাটেল— টেবল টেনিস রুপো
  • নিশাদ কুমার— হাই জাম্প রুপো
  • অবনী লেখারা— ১০ মিটার এয়ার রাইফেল সোনা
  • যোগেশ কাঠুনিয়া— ডিসকাস থ্রো এফ৫৬ রুপো
  • দেবেন্দ্র ঝাঁঝারিয়া— জ্যাভলিন থ্রো এফ৪৬ রুপো
  • সুন্দর সিং গুর্জ— জ্যাভলিন থ্রো এফ৪৬ ব্রোঞ্জ
  • সুমিত আন্তিল— জ্যাভলিন এফ৬৪ সোনা
  • সিংহরাজ আধানা— ১০ মিটার এয়ার পিস্তল ব্রোঞ্জ
  • মারিয়াপ্পান থাঙ্গাভেলু— হাই জাম্প টি৬৩ রুপো
  • শরদ কুমার— হাই জাম্প টি৬৩ ব্রোঞ্জ
  • প্রবীন কুমার— হাইজাম্পের টি৬৪ রুপো
  • অবনী লেখারা— ৫০ মিটার ৩পি এসএইচ১ ব্রোঞ্জ
  • হরবিন্দর সিং— তিরন্দাজি ব্রোঞ্জ
  • মণীশ নারওয়াল— পি৪-মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ সোনা
  • সিংহরাজ  আধানা— পি৪-মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ রুপো
  • প্রমোদ ভাগত— ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলস এসএল৩ সোনা
  • মনোজ সরকার— ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলস এসএল৩ ব্রোঞ্জ

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)