হাউজ দ্য জোশ? হাই স্যর … ক্রিকেট মাঠেও শোনা গেল এই হুঙ্কার

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারতীয় দলভারতীয় দল

জাস্ট দুনিয়া ডেস্ক: হাউজ দ্য জোশ? হাই স্যর … নিউজিল্যান্ডের ওয়েলিংটনের স্টেডিয়াম গম গম করে উঠল ভারতীয়দের এই হুঙ্কারে। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর এই ডায়লগেই টগবগ করে ফুটতে শুরু করে দেয় ভারতীয়দের রক্ত। তাতে কেন পিছিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট। দেশের হয়ে তো লড়ছেন ওরাও। হয়তো সেটা যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে সেই ভয়ঙ্কর লড়াই হয়তো নয়। ওঁরা লড়ছেন ক্রিকেটের ময়দানে। তবে, যে জয় তুলে আনছে‌ন সেটা দেশের জন্যই।

রবিবার নিউজিল্যান্ডকে ৩৫ রানে হারানোর সঙ্গেই ৪-১-এ ওডিআই সিরিজ জিতে নিয়েছে ভারত। মাঝে চতুর্থ ওডিআই-এ ধাক্কা খেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা বা আত্মবিশ্বাস এতটাই কঠিন ছিল যে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করেই সিরিজ শেষ করেছে। এক কতায় শত্রুর ঘরে ঢুকেই তাদের পরাস্ত করেছে ভারত। তাঁদের জোশ যে পাহাড় চূড়োয় পৌঁছবে তা তো স্বাভাবিক।

আসলে দেশ ভক্তি কোথা দিয়ে কী ভাবে মানুষকে ছুয়ে যাবে তা বোঝা মুশকিল। এই দেশ ভক্তিই দীর্ঘ কয়েক বছর ধরে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ রেখেছে। মুম্বই আক্রমণের পর থেকে ভারত ক্রিকেট খেলতে পাকিস্তানে যায়নি, পাকিস্তানকে এই দেশে ক্রিকেট খেলতে আসতে দেয়নি। আইপিএল-এ পাকিস্তানের প্লেয়ারদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেই ভারতীয় ক্রিকেটকেই দারুণভাবে নাড়িয়ে দিয়ে গিয়েছে এই সিনেমা।

ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তৈরি হওয়া বলিউড সিনেমা নতুন করে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। হয়তো এই দেশপ্রেমে ভর করেই বিশ্রী হারের যন্ত্রণা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছে রোহিত শর্মার ভারতীয় দল। জ্বলে উঠেছে হতাশ করা ভারতের মিডল অর্ডার।  না হলে ১৮ রানে আট উইকেট হারানোর পর যে একরোখা লড়াই ক্রিজে দাঁড়িয়ে থেকে লড়ে গিয়েছেন অম্বাতি রায়ডু ও বিজয় শঙ্কর আর সেই ধারা ধরে রেখেছেন পরের ভারতীয় দলের সৈনিকরা তা প্রশংসার যোগ্য তো বটেই।

অম্বাতি রায়ডু (৯০) ও বিজয় শঙ্কর (৪৫)-এর জুটিতে ১০০ রান এসেছে শেষ ম্যাচে। যার ফলে লড়াই করার মতো রান তুলেই ইনিংস শেষ করতে পেরেছিল ভারত। ভরসা পেয়েছিলেন ভারতের বোলাররাও। লড়াই যদিও এখনও অনেকটাই বাকি। তবে এই জয় ভারতের আত্মবিশ্বাসকে আরও মজবুত করবে।

(খেলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)