ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করল বিসিসিআই

ভারতের অস্ট্রেলিয়া সফর

জাস্ট দুনিয়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে নেতা সেই বিরাট কোহলিই। সব জল্পনাকে পিছনে ফেলে ঘোষণা হল ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল। দলে নেই এমএস ধো‌নি। কারন তিনি নিজেই সরে দাঁড়িয়েছিলেন একদিন আগে। তাই ভারতীয় দলের প্রথম উইকেট কিপার হিসেবে যাচ্ছেন ঋষভ পন্থ। বিশ্বকাপের পর চোট সারিয়ে দলে ফিরছেন শিখর ধাওয়ান। হার্দিক পাণ্ড্যেকে সব ফর্ম্যাটের দল থেকেই বিশ্রাম দেওয়া হয়ে। যশপ্রীত বুমরাকে রাখা হয়েছে শুধু টেস্ট দলে। ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহা। দলে একমাত্র নতুন মুখ রাহুল চাহার

কেমন হল ভারতীয় দল, জেনে নিন:

টি২০ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ড্যে, ঋষভ পন্থ (উইকেট কিপার), ক্রনাল পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার, নভদীপ সাইনি।

একদিনের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ড্যে, ঋষভ পন্থ (উইকেট কিপার), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি।

টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ (উইকেট কিপার), ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, উমেশ যাদব।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)