ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: অভিষেক হচ্ছে ওয়ান্ডারবয় পৃথ্বী শ-র

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন নজির ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমনটা খুবই কম হয়েছে। বিদেশে হয়েই থাকে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া প্রায়শই এমনটা করে থাকে। এই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেই আগাম দল ঘোষমা করে দিয়েছিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভারতের তেমন ঘটনা নেই বললেই চলে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সব সময়ই শেষ মুহূর্তে গিয়ে দল ঘোষণা করে। কিন্তু এ বার তার ব্যাতিক্রম ঘটিয়ে ফেলল ভারতীয় দল।

একদিন আগেই ঘোষণা করে দিল ১২ সদস্যে ভারতীয় দল। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই দল নিয়েই খেলতে নামবে ভারত। ১২ জনের দল থেকে বাদ যেতে পারেন শার্দূল ঠাকুর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে খবরের শীর্ষে রয়েছে দলের সর্ব কনিষ্ঠ ক্রিকেটারটি। বৃহস্পতিবারই ভারতের জার্সি গায়ে অভিষেক হয়ে যাচ্ছে পৃথ্বী শ-র। লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামবেন তিনিই।

সামনে বড় পরীক্ষা। তাঁকে ঘিরে প্রচুর প্রত্যাশাও। পৃথ্বীর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বিরাট কোহালিও। তিনি বলেন, ‘‘পৃথ্বী দারুণ প্লেয়ার। আমরা ওকে সামনে রেখেই টপ অর্ডারে রদবদল ঘটাচ্ছি।’’ ভারতীয় টেস্ট ওপেনিং নতুন জুটি পাচ্ছে। লোকেশ রাহুল ও পৃথ্বী শ। এই পৃথ্বীর অধিনায়কত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত।

মোহনবাগান নির্বাচন: তার আগে অঞ্জন মিত্রের চমককে কুর্নিশ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের জন্য ইতিমধ্যেই তৈরি রাজকোট। নতুনরা ছাড়াও ভারতীয় দলকে ভরসা দিচ্ছে তিন স্পেশালিস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব। পেস অ্যাটাকে দেখা যাবে মহম্মদ শামি আর উমেশ যাদবকে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট অভিষেকেই বাজিমাত করা হনুমান বিহারীকে দলে রাখা হয়নি। ছ’নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে। লোয়ার অর্ডারকে ভরসা দিতে পরে নামবের জাডেজা।

ইংল্যান্ড সিরিজের পর এশিয়া কাপে খেলেননি বিরাট কোহালি। তিনি আবার ফিরছেন ভারতীয় দলের দায়িত্বে। ফিরে তিনি জানিয়েছেন বিশ্রামটা তাঁর জন্য কতটা জরুরী ছিল। টানা চাপের মধ্যে খেলে তাঁর ফিটনেস সমস্যা হচ্ছিল। পিঠের সমস্যায়ও ভুগছিলেন। ২০১৯ বিশ্বকাপের আগে সব সিনিয়র প্লেয়ারদেরই এই বিশ্রামের প্রয়োজন আছে বলে মনে করেন বিরাট কোহালি। এই মুহূর্তে ভারতীয় পরীক্ষার জায়গা হচ্ছে টপ অর্ডার। এমনটাই জানিয়েছেন তিনি।

সামনে অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেখানে ইংল্যান্ডের মতো ফল হোক চান না তিনি। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজকেই সব ভুল শুধরে নেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছেন বিরাট। সঙ্গে নতুনদের দেখে নেওয়ারও। বিশ্বকাপের আগে এটাই হতে পারে নতুনদের ভারতীয় দলে জায়গা পোক্ত করার মঞ্চ।

১২ সদস্যের ভারতীয় দল:  লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, উমেশ যাদব, মহম্মদ শামি, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর।