রানের পাহাড়ে ভারত, শুরুতেই ধাক্কা ক্যারিবিয়ান শিবিরে

রানের পাহাড়ে ভারতপ্রথম ইনিংসের তিন সেঞ্চুরিয়ন পৃথ্বী, বিরাট, জাডেজা

জাস্ট দুনিয়া ডেস্ক: রানের পাহাড়ে ভারত । তার পিছনে ভূমিকা রেখে গেলেন প্রায় সব ব্যাটসম্যানই। আর একজন যিনি ব্যাট হাতে নামলেই রেকর্ড। বার বার প্রশ্ন উঠছে কোথায় থামবেন তিনি? তাঁর রেকর্ড ভবিষ্যতে কে ভাঙবেন? তিনি ভারত অধিনায়ক বিরাট কোহালি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে সেঞ্চুরির ইঙ্গিত দিয়েই রেখেছিলেন বিরাট। সেই মতই দ্বিতীয় দিন শেষ করলেন তিনি। ২৪তম টেস্ট সেঞ্চুরিটি করে উঠে এলেন ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই। দ্রুততম ২৪টি টেস্ট সেঞ্চুরি রয়েছে এই অস্ট্রেলিয়ানের দখলে। দ্বিতীয় বিরাট। এ দিন তিনি থামলেন ১৩৯ রানে।

রাজকোটে সেঞ্চুরি করতে বিরাট খেললেন ১৮৪ বল। প্রথম দিন তিনি থেমেছিলেন ৭২ রানে। ডন ব্র্যাডম্যান ২৪টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন ৬৬টি ইনিংসে। বিরাট সেখানে নিলেন ১২৩টি ইনিংস। তিন নম্বরে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর তিনি ১২৫ ইনিংসে এই লক্ষ্যে পৌঁছেছিলেন। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ২৪টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন ১২৮টি ইনিংসে। ২৪টি টেস্ট সেঞ্চুরি করে বিরাট ছুলেন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, পাকিস্তানের মহম্মদ ইউসুফ ও অস্ট্রেলিয়া গ্রেগ চ্যাপেলকে। ঘরের মাঠে বিরাটের এটা ১১তম সেঞ্চুরি। এই বছর চার নম্বর সেঞ্চুরিটিও সেরে ফেললেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের সব না পারা যেন সুদে আসেল তুলে নিতেই নেমেছিলেন ভারতের ব্যাটসম্যানরা। রাহানে ৪১, ঋষভ পন্থ অল্পের জন্য সেঞ্চুরি করতে পারলেন না। থামলেন ৯২ রানে। ৮৪ বলে তাঁর এই রান সাজানো ছিল ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে। অন্যদিকে রবীন্দ্র জা়ডেজা। ১৩২ বলে ১০০ রান করে অপরাজিত থাকলেন। হাঁকালেন ৫টি বাউন্ডারি, ৫টি ওভার বাউন্ডারি। জাডেজার প্রথম সেঞ্চুরির জন্যই অপেক্ষা করছিল টিম ইন্ডিয়া। তাঁর সেঞ্চুরি হতেই ইনিংস ঘোষণা করে দিলেন বিরাট কোহালি। অশ্বিন ৭, কুলদীপ ১২, উমেশ ২২ রান করে প্যাভেলিয়নে ফিরলেন।

তাঁকে যে এমনি বিস্ময় বালক বলা হয় না তা অভিষেকেই প্রমাণ করে দিলেন তিনি

এর আগে প্রথম দিন অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে সবার নজর কেড়ে নিয়েছিলেন পৃথ্বী শ। ১৫৪ বলে ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন। লোকেশ শূন্য করে ফিরলেও বাকিরা প্রায় সকলেই ব্যাট হাতে সফল। ৮৬ রানের ইনিংস খেলেন চেতেশ্বর পূজারাও। ভারত যখন ইনিংস ঘোষণা করে ততক্ষণে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছেন বিরাটরা। ১৪৯.৫ ওভার ব্যাট করেছে ভারত দু’দিনে। থামল ৬৪৯/৯এ।

বিদেশের মাটিতে এই লক্ষ্যে পৌঁছনো নেহাৎই কঠিন কাজ। দ্বিতীয় দিন বিরাট রানের বোঝা কাঁধে নিয়েই ব্যাট করতে নেমেছে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব থেকে সফল বোলার দেবেন্দ্র বিশো। চারটি উইকেট নিলেন তিনি। জোড়া উইকেট নিলেন লুইস। একটি করে উইকেট গ্যাব্রিয়েল, চেস ও ব্রেথওয়েটের।

জবাবে ব্যাট করতে নেমে  শুরুতেই প্যাভেলিয়নের ফিরে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রেথওয়েট।  ১০ বল খেলে মাত্র ২ রান করেন তিনি। মহম্মদ শামির বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফেরেন। আর এক ওপেনার পাওয়েলকেও ফেরান শামিই। ৬ বলে মাত্র১ রান করে এলবিডব্লু হন তিনি।