ভারত বনাম পাকিস্তান, এক সপ্তাহে দু’বার বিশ্ব ক্রিকেটের সেরা লড়াই

ভারত বনাম পাকিস্তানভারত বনাম পাকিস্তান

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপে এই নিয়ে এক সপ্তাহে দু’বার দেখা হল বিশ্ব ক্রিকেটের দুই চির শত্রুর। দু’বারই বাজমাত করল মেনস ইন ব্লুরা। গ্রুপ লিগে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ভারত। তার পর সুপার ফোরে বাংলাদেশকে হারায় রোহিত শর্মার ভারত। পাকিস্তানও অন্য দিকে দারুণ লড়াই করে হারিয়ে দেয় আফগানিস্তানকে। তাই এই লড়াই ছিল একটু অন্য রকম। প্রথম ম্যাচে যে পাকিস্তানকে পাওয়া গিয়েছিল দ্বিতীয় ম্যাচে যে সেই শোয়েবরা থাকবেন না সেটা আগে থেকেই জানত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই তারা সহজ ভাবে নেয়নি।

রবিবার টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। নির্ধারিত ওভারে পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৩৭/৭-এ। দুই ওপেনার ইমাম-উল-হক ১০ ও ফখর জামান ৩১ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে নামা বাবর আজমও ভরসা দিতে পারেননি। তাঁর রান মাত্র ৯। এর পর চার ও পাঁচে ব্যাট করতে নেমে পাকিস্তান ইনিংসে ভরসা দেন অধিনায়ক সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক। ৪৪ রানের ইনিংস খেলেন সরফরাজ। ৭৮ রান করেন শোয়েব।

দারুণ ফর্মে রয়েছেন শোয়েব। আফগানিস্তানের বিরুদ্ধে দারুণ লড়াই করে তিনিই জয় এনে দিয়েছিলেন দেশকে। এ বার ভারতের বিরুদ্ধে ব্যাক্তিগত সর্বোচ্চ রান এল তাঁরই ব্যাট থেকে। এই দু’জন ফিরতে কিছুটা ভরসা দেন আসিফ আলি। তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান। এর পর শাদাব খানের ১০, মহম্মদ নওয়াজ ও হাসান আলির অপরাজিত ১৫ ও ২ রানের সুবাদে ভদ্রস্থ একটা লক্ষ্য রাখতে সক্ষম হয় পাকিস্তান। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল ও কুলীপ যাদব।

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দেখল দু’রকম দৃশ্য

২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনারই জয়ের রাস্তাটা তৈরি করে দেন। এশিয়া কাপের শুরু থেকে দারুণ ফর্মে রয়েছেন অধিনায়ক রোইত শর্মা ও শিখর ধাওয়ান। যাঁর ফর্ম নিয়ে সম্প্রতি কম সমালোচনা হয়নি ইংল্যান্ড সফরে। এশিয়া কাপের শুরু থেকেই ফর্ম ফিরে পেয়েছেন শিখর। প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে সেঞ্চুরির পর সুপার ফোরেও তাঁর ব্যাট থেকে পাকিস্তানের বিরুদ্ধে এল সেঞ্চুরি।

১০০ বলে শিখর ধাওয়ান যখন ১১৪ রান করে প্যাভেলিয়নে ফিরলেন তখন জয় থেকে আর মাত্র কয়েক পা দূরে ভারত। ১৬ টি বাউন্ডারি আর জোড়া ছক্কা হাঁকালেন এই রানে পৌঁছতে তিনি। শেষ পর্যন্ত রান আউট হলেন। উল্টোদিকে তখন সেঞ্চুরি থেকে কয়েক রান পিছিয়ে অধিনায়ক। তিনি শেষ পর্যন্ত ব্যাট করে পাকিস্তানকে হারিয়েই ফিরলেন। তিন নম্বরে ব্যাট করতে নামা অম্বাতি রায়ডুক কিছুই করতে হল না। সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মাও। ৩৯.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারত। রোহিত শর্মা ১১৯ বলে ১১১ রান করে অপরাজিত থাকলেন। ১৮ বলে ১২ রান করলেন অম্বাতি রায়ডু। ৬৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।