নিউজিল্যান্ড থেকে শেষ সিরিজ হেরে দেশে ফিরছে দুই ভারতীয় দল

নিউজিল্যান্ড থেকে শেষ সিরিজ হেরেনিউজিল্যান্ডের দুই দল। ছবি: আইসিসি টুইটার

জাস্ট দুনিয়া ডেস্ক: নিউজিল্যান্ড থেকে শেষ সিরিজ হেরে দেশে ফিরতে হচ্ছে ভারতের পুরুষ ও মহিলা দুই ক্রিকেট দলকেই। এক সঙ্গেই কিউইদের নিজ ভূমিতে সিরিজ খেলতে শুরু করেছিল দুই ভারতীয় দল। প্রথম ওডিআই সিরিজ দাপটের সঙ্গে জিতে নিয়েছিল ভারতের দুই দল। অস্ট্রেলিয়া থেকে ঐতিহাসিক টেস্ট ও ওডিআই সিরিজ জিতেই নিউজিল্যান্ডে পা দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম তিন ম্যাচ দাপটের সঙ্গেই জিতে নিয়েছিল ভারত বিরাট কোহলির নেতৃত্বে। তার পর থেকে বিশ্রামে চলে যান বিরাট। ভারতীয় দলের দায়িত্ব উঠে আসে রোহিত শর্মার হাতে।

রোহিতের নেতৃত্বে চতুর্থ ওডিআই-এ বিশ্রী হারের মুখ দেখতে হয় ভারতীয় ক্রিকেট দলকে। কিন্তু সেই হারকে পিছনে ফেলে শেষ একদিনের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ওয়ান ডে সিরিজ ৪-১-এ জিতে নিয়েই টি২০ সিরিজ খেলতে নামে ভারতীয় ক্রিকেটের পুরুষ দল। একই ভাবে মিতালী রাজের নেতৃত্বে মহিলা ওডিআই সিরিজ নিউজিল্যান্ডকে হারিয়ে দাপটের সঙ্গেই জিতে নিয়েছিল ভারতের মেয়েরা। কিন্তু টি২০ সিরিজ কারও দখলেই এল না।

তিন ম্যাচের ওডিআই সিরিজ রবিবার সকালেই ৩-০তে হেরে গিয়েছিল। রবিবার জয়ের কাছে গিয়েও একটা বাউন্ডারির অভাবে হারতে হল ভারতের মেয়েদের। শেষ বলে দরকার ছিল চার রান। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে দুই রানে হেরে গেল ভারতের মেয়েরা। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল ১৬২ রানের। ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা এই ম্যাচে কেরিয়ারের সেরা ইনিংস খেললেন ৫২ বলে ৮৬ রান করে। কিন্তু চার উইকেটে ১৫৯ রানেই থামতে হল ভারতের মেয়েদের।

নিউজিল্যান্ড বনাম ভারত টি২০ সিরিজ, জিতে সমতায় ফিরল ভারত

তার পরই একই গ্রাউন্ডে খেলতে নেমেছিল ভারতের ছেলেরা। এখানে অনেকটাই এগিয়ে ছিল রোহিতের দল। কারণ সিরিজ তখন ১-১। সিরিজ নির্ণায়ক ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২১২ রান করেছিল।কলিন মুনরোর ৭২ রানের ইনিংস আর মিচেল সাঁতনার ও ড্যারেল মিচেলের দু’টি করে উইকেটের সৌজন্যে তৃতীয় টি২০তে ভারতকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১-এ জিতে নিল নিউজিল্যান্ড। স্কট কুগেলেজিন ও ব্লেয়ার টিকনারও একটি করে উইকেট নিলেন। যার ফলে ২১৩ রানের লক্ষ্যে নেমে ছয় উইকেট হারিয়ে ২০৮ রানে শেষ হয়ে যায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন বিজয় শঙ্কর, রোহিত শর্মার ব্যাট থেকে আসে ৩৮ রান।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতায় ফিরেছিল ভারত। যার ফলে শেষ ম্যাচ কার্যত ফাইনালের চেহারা নিয়েছিল। কিন্তু ফাইনালটাই হেরে বসল। আবার প্রশ্ন উঠে গেল ভারতের মিডল অর্ডার নিয়ে। ওপেনার শিখর ধাওয়ান মাত্র চার বল খেলে প্রথম ওভার শেষ হওয়ার আগেই প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন। রোহিত ও বিজয় শঙ্কর ভারতের ইনিংসকে ভরসা দেয়। কিন্তু তার পর তেমনভাবে আর কেউ ভারতের হাল ধরতে পারেননি।

ঋষভ পন্থ, এমএস ধোনিরা পর পর ফিরে গেলে কিছুটা চেষ্টা করেন দীনেশ কাতির্ক ও ক্রুনাল পাণ্ড্যে। শেষ বলে ছক্কাও হাঁকায় কার্তিক। কিন্তু জয়ের রান থেকে ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে ভারত। হেরেই ফিরতে হচ্ছে ভারতকে।

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)